গাছের সঙ্গে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
অপরাধ
গাছের সঙ্গে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে (২৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সখীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী আমির হামজা। এতে সাতজনকে আসামি করা হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট নামে এক বিনোদনকেন্দ্রের পাশের বনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— ওই এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)। পুলিশ জানায়, স্বামী-স্ত্রী বাড়ি থেকে স্থানীয় কচুয়া চাঁদেরহাট এলাকায় বেড়াতে আসেন। 
ওই এলাকা দিয়ে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কচুয়া হাজি চৌরাস্তা এলাকায় পৌঁছলে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল তাদের আটক করে। এ সময় তাদের দুজনকে স্থানীয় একটি শালগজারি বনের ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 
অপরাধসারাদেশধর্ষণ ও নির্যাতনটাংগাইল
আরো পড়ুন