আন্তর্জাতিক
উত্তর কোরিয়ায় দুই বছরের শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর কোরিয়ায় কয়েক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে দুই বছরের শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সাম্প্রতিক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

ছবি: সংগৃহীত
সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডোম রিপোর্ট ২০২২’ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। ওই রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্ট মতে, উত্তর কোরিয়ায় ধর্মীয় বিশ্বাসের কারণে প্রায় ৭০ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীকে বন্দি করে রাখা হয়েছে। এসব বন্দির মধ্যে দুই বছরের শিশুও রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, এমনিভাবে বাইবেল রাখার ‘অপরাধে’ ২০০৯ সালে একটি পরিবারকে গ্রেফতার করা হয়। ওই পরিবারের সদস্যদের মধ্যে দুই বছরের শিশুও ছিল। ওই শিশুসহ পুরো পরিবারকেই কারাদণ্ড দেয়া হয়। তাদেরকে বন্দি রাখা হয় বন্দিশিবিরে। এছাড়া দেশটিতে খ্রিস্টান ব্যক্তিদের বিভিন্ন সময়ে হত্যা করার বিষয়টিও রিপোর্টে উঠে এসেছে। ২০১১ সালে এক নারী ও তার কয়েকজন নাতিকে ফায়ারিং স্কুয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ওপেন ডোরস ইউএসএ জানিয়েছে, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায় কোনোভাবেই নিরাপদ নয়।
ধর্মাচরণ নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর বিধি রয়েছে। এই বিধি ব্যবহার করে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালায়। খ্রিস্টান ছাড়াও অন্যান্য ধর্ম-বিশ্বাসের মানুষও নির্যাতনের শিকার হন। দেশটিতে প্রতিনিয়ত তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে।