গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
অর্থনীতি
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরের গাছা এলাকায় টি আর জেড পোশাক কারখানার শ্রমিকেরা। শতাধিক পুলিশ শ্রমিকদের ঘিরে রেখেছে বলে অভিযোগ বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকদের।

আজ রোববার সকাল ৮ টা থেকে টি আর জেড পোশাক কারখানার সামনে সাড়ে ৪ হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।  টি আর জেড পোশাক কারখানার ম্যানেজার (প্রশাসন) বাচ্চু মিয়া জানান, শ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি মিটিং চলছে। পরে বিস্তারিত জানানো হবে। শ্রমিকেরা জানায়, গতকাল বেতন দেবে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সবাইকে কারখানার সামনে বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় বেতন পরিশোধ না করেই কারখানার মেইন গেইট তালা দিয়ে কর্মকর্তারা চলে যান। শ্রমিক নেতা জিয়াউল কবীর খোকন ও আজিজুল ইসলাম জানান, গতকাল শনিবার বিকাল ৫ টায় বিক্ষোভের মাঝেই শ্রমিক প্রতিনিধি হয়ে আমরাও মালিক পক্ষের সাথে আলোচনায় বসেছিলাম। এতে ফলপ্রসু কোনো আলোচনা না হওয়ায় আজকেও আবার শ্রমিকেরা বিক্ষোভ করছে। 
অর্থনীতিসারাদেশগাজীপুর
আরো পড়ুন