বিনোদন
ফের ট্রলের শিকার অনন্যা
ট্রলের শিকার হওয়াটা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অনন্যা পাণ্ডের। অভিনয় থেকে শুরু করে পোশাক নির্বাচন, ফ্যাশন ভাবনা এমনকি ব্যক্তিগত বিষয় নিয়েও প্রায়ই ট্রলের শিকার হতে হয় তাকে।

সম্প্রতি আবারও এই বলিউড তারকা ট্রলের শিকার হলেন একটি ভিডিও ভাইরাল হওয়ায়। ভিডিওটি তার চাচাতো বোন আলান্না পাণ্ডের বিয়ের অনুষ্ঠানের। যেখানে দেখা গেছে, অনন্যা মনের সুখে সিগারেট টানছেন। শাহরুখ খানসহ বলিউডের নামি সব তারকা যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেখানে অনন্যাকে এমন কাজ করতে দেখে অবাক হয়েছেন অনেকেই। অন্যদিকে এই অভিনেত্রীকে ধূমপান করতে দেখে নেটিজেনরা ক্রমাগত ট্রল শুরু করেছেন। যদিও ট্রল শুরু হওয়ার পর ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরও শেষ রক্ষা হয়নি। কারণ, ততক্ষণে ভিডিওর স্ক্রিনশট পৌঁছে গেছে অনেকের কাছে; যা দেখে নেটিজেনদের কেউ ব্যঙ্গ করে লিখেছেন– এটি অনন্যার ‘অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন’-এর ছবি। তবে এত কিছুর পরও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অনন্যা বরং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ড্রিমগার্ল-২’ ছবিতে।