ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
সারাদেশ
ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা-ছেলেসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।  
বুধবার (৩১ মে) ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পঞ্চগড়ের বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার বাবা আলমাস আলী, ছেলে তৌহিদুল ইসলাম, রযব আলীর ছেলে আমিন শেখ। এ ঘটনায় রযব আলীর আরেক ছেলে সালেকুর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।  পুলিশ জানায়, এদিন ভোরে দেবীগঞ্জের লক্ষ্মীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বোদা থেকে প্রতিবেশী দুই ভাইকে সঙ্গে নিয়ে এক মোটরসাইকেল করেই বের হয় বাবা-ছেলে। এক সময় তারা দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় পৌঁছালে গাছের গুড়ি বহনকারী একটি মাহেন্দ্রের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তৌহিদুল ও আমিন শেখ মারা যান। এদিকে আহত অবস্থায় আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। 
সারাদেশপঞ্চগড়
আরো পড়ুন