দুধ দিয়ে গোসল করে আর প্রেম না করার ঘোষণা তরুণের
এক্সক্লুসিভ
দুধ দিয়ে গোসল করে আর প্রেম না করার ঘোষণা তরুণের
এক মেয়ের সঙ্গে পরিচয়ের পর একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণ সুরমান মোল্লা। পাঁচ বছর ধরে তাঁদের এ সম্পর্ক চলছিল। সুরমানের দাবি, সম্প্রতি সম্পর্ক ছিন্ন করে মেয়েটি তাঁকে ছেড়ে চলে যান। 
এতে নিজেকে সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে বেছে নিলেন অভিনব উপায়। নিজ গ্রামের বাসিন্দা ও বন্ধুদের সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন।  গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালগঞ্জের মুকসুদপুর কামিল মাদ্রাসার গেটে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন সুরমান মোল্লা। এ সময় বন্ধুরা তাঁকে ফুলের মালা পরিয়ে দিতে দেখা যায়। দুধ দিয়ে গোসলের সময় সহপাঠী ও আশপাশের লোকজন উপস্থিত ছিলেন। গোসল শেষে গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেন সুরমান।

প্রেমে ব্যর্থ শিক্ষার্থী সুরমান মোল্লা বলেন, ‘আমার সঙ্গে ওই মেয়ের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সবকিছু জানত সে। আমাকে বলত, তোমার কিছু থাকা লাগবে না। কিন্তু কয়েক দিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারি নাই। ভাবছিলাম আত্মহত্যা করব। কিন্তু বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেয়। যে কারণে আজ আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শুধু তা–ই নয়, গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেছি। জীবনে আর কোনো দিন প্রেম করব না।’
এক্সক্লুসিভসারাদেশগোপালগঞ্জ
আরো পড়ুন