খেলাধুলা
পাহাড়সম লিড নিয়েই লাঞ্চ বিরতিতে টাইগাররা
স্বস্তির আভাস দিয়েই দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে তৃতীয় দিনে মাঠে নেমে এক ম্যাচের দুই ইনিংসে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত। ভুল বুঝাবুঝিতে ওপেনার জাকির রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজে থিতু হন শান্ত।

ছবি: সংগৃহীত
শেষ পর্যন্ত এই টপ-অর্ডার ব্যাটারের অনবদ্য সেঞ্চুরিতে ৪৯১ রানের পাহাড়সমান লিড নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই অনন্য এ কীর্তি গড়েন জাতীয় দলের টপ-অর্ডার এই ব্যাটার। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি বাগিয়ে নিতে তিনি খেলেন ১১৫ বল। যেখানে ছিল তার ১৩টি চারের মার। টেস্ট ক্যারিয়ারে শান্তর তৃতীয় সেঞ্চুরি এটি।
এর আগে, এক টেস্টের দুই ইনিংসেই একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ছিল কেবল মুমিনুল হকের। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৭৬ রান। আর দ্বিতীয় ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে ১০৫ রান এসেছিল।