১৫ হাজার নেতাকর্মীর গাড়িবহর নিয়ে সমাবেশের পথে জাহাঙ্গীর
রাজনীতি
১৫ হাজার নেতাকর্মীর গাড়িবহর নিয়ে সমাবেশের পথে জাহাঙ্গীর
প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে রওনা হয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বুধবার (১২ জুলাই ) দুপুরে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এসব তথ্য নিশ্চিত করেছেন। 
ছবি:  সংগৃহীত
ছবি: সংগৃহীত
তবে একই দিন বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জানা যায়, আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে জাহাঙ্গীর আলম ৭০টি মাইক্রোবাস ও ২৫০টি বাসে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে সকাল থেকেই নয়াপল্টন এলাকার বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা ভিড় করছেন। জাহাঙ্গীর বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।
রাজনীতিসারাদেশগাজীপুরআওয়ামী লীগ
আরো পড়ুন