তামিমকে বিশ্বকাপ দলে নেয়া কঠিন: জালাল ইউনুস
খেলাধুলা
তামিমকে বিশ্বকাপ দলে নেয়া কঠিন: জালাল ইউনুস
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই একটি প্রাথমিক দল বানিয়ে বেশ কিছু সিরিজ একসঙ্গে খেলিয়ে তাদেরকে তৈরি করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তামিম ইকবালের 'বিরতি' শেষ হবে জুলাইয়ের শেষে। তাই তিনি মাঝের সিরিজগুলো খেলতে পারবেন না। যে কারণে আরও একটি বিশ্বকাপের আগে ফের তামিমের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। এদিকে, বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তামিমকে বিশ্বকাপ দলে নেয়া কঠিন হবে। মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার। ও নিজের অবস্থান নিজেই ভালো বোঝে। এ (বিরতি ভেঙে ফেরা) নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমাদের। সে আপনাদের কাছে বলেছে তার পরিকল্পনা, এরপর আমাদের কিছু বলার আছে? ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কি না এটা তার মুখ থেকে শুনবেন। আমি সেটা বলতে পারছি না। তবে এটা (বিশ্বকাপে খেলানো) মনে হয় কঠিন।
খেলাধুলাক্রিকেট
আরো পড়ুন