বিনোদন
ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরু হয়ে গেছে: সানাই
গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এ

ছবি: সংগৃহীত
বার ফেসবুকেই ডিভোর্সের কথা জানালেন তিনি। সেই পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন সানাই। বুধবার (৩১ মে) রাত ৮টা ৫৮ মিনিটের দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে সানাই ডিভোর্সের কথা জানান। ভেরিফায়েড পেজে সানাই লেখেন, আসসালামু আলাইকুম, ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। বিপদে যেন আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। কিছু সম্পর্ক শেষ হওয়াই ভালো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
এর আগে বিচ্ছেদের বিষয়ে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা গণমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি, কথাবার্তা বলতেছি। চেষ্টা করছি সম্পর্কের উন্নতি করার জন্য। সংসারে শান্তি ও অর্থনৈতিক দিক বিবেচনা করে সানাই আবার কাজে ফিরতে চায়। আমি তার কিছু চাহিদা যেহেতু মেটাতে পারছি না, সে চাকরি করলে সেটা পূরণ করতে পারবে। আমার সঙ্গে তার এ বিষয়ে যেটা কথা হলো, সে হিজাব পড়ে নিউজ পেজেন্ট করবে বা ইসলামিক অনুষ্ঠান করবে। সে কাজে ফিরবে কিন্তু পর্দার সঙ্গে।