আন্তর্জাতিক
ফুসফুসের মধ্যেই গজাচ্ছে চারাগাছ, চিকিৎসকের কপালে চোখ!
ছোটবেলায় ভুলবশত কোনো ফলের বীজ পেটের মধ্যে চলে গেলেই ভয় হতো। অনেকেই ভাবতেন পেটের ভেতর বোধ হয় গাছ গজিয়ে যাবে। সেই আশঙ্কাই সত্যি হলো। তবে পেটের মধ্যে নয়, বীজ থেকে চারা গজিয়েছে এক ব্যক্তির ফুসফুসের মধ্যে। ঘটনাটি রাশিয়ার।

ছবি: সংগৃহীত
ফুসফুসে টিউমার হয়েছে ভেবে চিকিৎসকের কাছে গিয়েছিলেন রাশিয়ার এক ব্যক্তি। ধরেই নিয়েছিলেন অস্ত্রোপচার ছাড়া গতি নেই। ফুসফুসের এক্স-রে করেও চিকিৎসকেরাও তেমনই কিছু একটা আন্দাজ করেছিলেন। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে যা পাওয়া গেল, তা দেখে হতবাক চিকিৎসকেরাও। ফুসফুসের মধ্যে বীজ থেকেই বেড়ে উঠছে একটি চারাগাছ।
তারা জানিয়েছেন, ২৮ বছর বয়সী সিডোরকিনের ফুসফুসের সংক্রমণ, ব্যথা, সর্দি-কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। মাঝে মধ্যে কাশির সঙ্গে রক্তপাতও হচ্ছিল। ওই ব্যক্তি জানান, “কাশতে গেলে কষ্ট হচ্ছিল। কিন্তু ফুসফুসের মধ্যে এমন কোনো জিনিস যে রয়ে গেছে, তা বুঝতেই পারিনি।” হাসপাতালে যাওয়া মাত্রই চিকিৎসকেরা তার ফুসফুসের এক্স-রে করার সিদ্ধান্ত নেন। সেখানেই দেখা যায় টিউমারের মতো কিছু একটা ফুসফুসের মধ্যে রয়েছে।
চিকিৎসক ভ্লাদিমির কামশেভ জানান, এর আগেও এমন রোগীর চিকিৎসা করেছেন। তাই সময় নষ্ট না করে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তারা। তবে নিয়ম অনুযায়ী যে কোনো টিউমার অস্ত্রোপচারের আগে বায়োপসি করে নিতে হয়। তা করতে গিয়েই তারা হতবাক হয়ে যান। ফুসফুসের ভেতর কোনো টিউমার নয়, রয়েছে ২ ইঞ্চি মাপের ছোট্ট একটি চারাগাছ।