নগ্ন ভিডিও ফেসবুকে, সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
সারাদেশ
নগ্ন ভিডিও ফেসবুকে, সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
টাঙ্গাইলের মির্জাপুরের তানিয়া নামে এক কলেজছাত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
মৃত তানিয়া একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী সুজন মিয়া (২৪) প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। সুজন গোপনে তা ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তরুণীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয় সুজন। ১৫ দিন আগে ওই ভিডিওটি ‘লোকাল সাফি’ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে তানিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে বুধবার বিকালে তিনি সুইসাইড নোট লিখে তাদের বসত ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এদিকে তানিয়ার আত্মহত্যার খবর জানাজানি হওয়ার পর অভিযুক্ত সুজন গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।
সারাদেশআত্মহত্যাটাংগাইল
আরো পড়ুন