অপরাধ
টাঙ্গাইলে ৭১ টিভির স্টিকার সম্মিলিত প্রাইভেটকারে ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার

টাঙ্গাইলে ৭১ টিভির স্টিকার সম্মিলিত প্রাইভেটকারে ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুরে ৭১ টিভির স্টিকার সম্মিলিত প্রাইভেটকারে ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহবতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বেনাপোল উপজেলার ভবেরবেড় এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা (২৮) এবং দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৪)। এসময় তাদের কাছ থেকে ৬০২ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার, ২টি মোবাইল এবং নগদ ৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।