শিক্ষা
চূড়ান্ত ফল নিয়ে কাটছে না ধোঁয়াশা, হতাশায় চাকরিপ্রার্থীরা
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, গত সপ্তাহে পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশ না হওয়ায় চূড়ান্ত সুপারিশ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এতে চরম হতাশায় নিমজ্জিত হয়েছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী।

এদিকে চূড়ান্ত ফল প্রকাশে দফায় দফায় সময় বাড়ায় এনটিআরসিএ। সর্বশেষ রিট জটিলতা নিয়ে ব্যাপক হতাশায় ছিলেন তারা। এ সমস্যা কেটে গেলেও ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় জানা না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না। এছাড়াও সামনে নির্বাচন, রাজনৈকি পরিস্থিতিসহ নানা কারণে ফল প্রকাশ নিয়ে ব্যাপক হতাশায় দিন কাটছে নিয়োগপ্রার্থীদের। সকলের মনে প্রশ্ন- কবে প্রকাশ হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল। এদিকে এনটিআরসিএ সূত্রে জানা যায়, গত সপ্তাহে ফল প্রকাশ না হলেও চলতি সপ্তাহে তা প্রকাশের সম্ভাবনা বেশি। চলতি সপ্তাহের মঙ্গল বা বুধবার প্রকাশ হতে পারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল। তারপরেও পাওয়া যাচ্ছে না কোন নিশ্চয়তা।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চাকরিপ্রার্থীদের নানা হতাশার কথা। সকলের প্রশ্ন-হতাশার অবসান কবে হবে? এর আগে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছি। এনটিআরসিএ জানায়, সব জটিলতা শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় এনটিআরসিএ। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার অনুমতি পাওয়ার পর ফাইলটি এখন মন্ত্রীর টেবিলে। মন্ত্রী হ্যাঁ সূচক জবাব দেয়ার সঙ্গে সঙ্গে ফলাফল প্রকাশ করা হবে।
৪র্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ২১ ডিসেম্বর। প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ১২ মার্চ। ৬৫ হাজার ৪৩৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। এর পর ১ম থেকে ৫ম নিবন্ধন প্রার্থীদের কাগজপত্র যাচাই, আইসিটি পদের প্রার্থীদের সনদ যাচাই, সহকারী মৌলভী প্রার্থীদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা যাচাই, সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই, অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করার সময় বৃদ্ধি করা হয়। ২০২৩ সালের ২৭ জুলাই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ আবেদন নেওয়া শেষ হওয়ার পরেও ৯০০ এর বেশি প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণে ভুল করায়, আবারও সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়।