আন্তর্জাতিক
ধানক্ষেতে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান, নিহত ২
ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বাতান প্রদেশে এটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্সের।

দেশটির বিমান বাহিনীর বরাতে খবরে বলা হয়েছে, বুুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ দুর্ঘটনার পর ফিলিপাইনের সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমানের বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।