ফিলিপাইনে বন্যায় ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক
ফিলিপাইনে বন্যায় ১১ জনের মৃত্যু
ভারী বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপভূখণ্ড মিন্দানাওয়ের বিভিন্ন গ্রামে ও শহরে নিহত হয়েছেন মোট ১১ জন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ১৯ জন। এছাড়া বন্যার কারণে দ্বীপটির নানা অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি।
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
বন্যার কারণে দ্বীপটির নানা অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহের প্রবল বর্ষণে মিন্দানাওয়ের নদী-নালা ও অন্যান্য জলাশয়ে পানি বাড়ছিল। শেষে গতকাল রোববার (২৫ ডিসেম্বর) বন্যা শুরু হয় দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় গ্রাম ও শহরগুলোতে। মিন্দানাওয়ের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের গভর্নর হেনরি ওয়ামিনাল এএফপিকে জানান, রাজধানী ওরোকুইয়েটাসহ প্রদেশের অধিকাংশ গ্রাম ও শহর বানের পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ‘ওরোকুইয়েটাতে ৭২ হাজার মানুষের বাস। শহরের হাট-বাজার-অফিস-আদালত-শিক্ষা প্রতিষ্ঠান-বাড়িঘর সব জায়গায় বন্যার পানি ঢুকেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি টেলিফোন ও মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না।’
আন্তর্জাতিকবন্যাফিলিপাইন
আরো পড়ুন