বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইরানের ‘ক্যারাভানসরাই’
আন্তর্জাতিক
বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইরানের ‘ক্যারাভানসরাই’
ইরানের ঐতিহাসিক ‘ক্যারাভানসরাই’কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইরানের ‘ক্যারাভানসরাই’কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউনেস্কো ইরানের ২৪টি প্রদেশে অবস্থিত ৫৪টি ঐতিহাসিক ‘ক্যারাভানসরাই’কে বাছাই করে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করেছে। উল্লেখ্য, ‘ক্যারাভানসরাই’ একটি ফারসি শব্দ। ক্যারাভান বলতে দীর্ঘ যাত্রার উদ্দেশ্যে বিশাল পথ পাড়িরত পথিকদেরকে বোঝায়। তারা বণিকও হতে পারেন, আবার তীর্থযাত্রীও হতে পারেন, কিংবা পর্যটকও হতে পারেন। আর এসব বণিক ও পথিকদের রাত্রিবাস ও বিশ্রামের জন্য মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত পথের ধারে তৈরী গ্রাম্য বসতি বা সরাইখানাকেই বলা হয় ক্যারাভানসরাই।
আন্তর্জাতিক
আরো পড়ুন