খেলাধুলা
গোল করে মাঠে সিজদাহ রোনালদোর!
গোল পেলেই যেমন আলোচনায় থাকেন, তেমনি ক্রিস্টিয়ানো রোনালদো একদিন গোল না পেলেই গেল গেল রব ওঠে চারপাশে। সৌদি প্রো লিগে পাড়ি জমানোর পরও একদিনও আলোচনার বাইরে থাকেন না সিআরসেভেন। কখনও প্রশংসায় ভাসছেন তো, কখনও সমালোচকদের তির্যক বাক্যবাণ বিদ্ধ করছে তাকে।

ছবি: সংগৃহীত
আল নাসরের হয়ে প্রথম মৌসুমটা ভালো-মন্দ মিলিয়েই কাটছে রোনালদোর। গোল পাচ্ছেন, তবে দলও হারিয়েছে লিগের শীর্ষস্থান। অন্যান্য প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়েছে আল নাসর। তাই সমালোচকদের চোখে মাঝে মাঝেই ভিলেন হন তিনি। এছাড়া কিছুদিন আগে তো অশোভন আচরণ করায় সৌদি আরব থেকে তাকে বের করে দেয়ার দাবিও উঠেছিল। যার পর থেকে শোনা যাচ্ছে, সৌদি আরব ছাড়তে চান রোনালদো।
তবে এমন গুঞ্জনের মাঝেই দারুণ একটা ম্যাচ খেললেন ৩৮ বছর বয়সি এই পর্তুগিজ। মঙ্গলবার (২৩ মে) আল শাবাবের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক করে ৩-২ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে করা তার দুর্দান্ত গোলটি মনে করিয়ে দিচ্ছিল সেরা সময়ের রোনালদোর কথা।
এদিন ম্যাচের শুরুতে ভালো খেলতে পারেনি আল নাসর। যার পরিপ্রেক্ষিতে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। সেখান থেকে কামব্যাক করে ২-২ করে ফেলে আল নাসর। এরপর রোনালদোর সেই দারুণ গোলে ম্যাচটিই জিতে নেয় তারা। এমন দারুণ গোল করে এদিন উদ্যাপনে অভিনব এক কাজ করে সবাইকে চমকে দেন এই পর্তুগিজ। মাঠেই সিজদা দেন তিনি। গোল উদ্যাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় মাঠেই মাটিতে মাথা ঠেকান তিনি।