সারাদেশ
ট্রাকের ধাক্কায় চাঁদের গাড়ির ৪ যাত্রীর মৃত্যু
বান্দরবানের রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যাত্রীবাহী চাঁদের গাড়িটি বগালেক থেকে রুমায় যাচ্ছিল। পথে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে পৌঁছালে পেছন থেকে চাঁদের গাড়িতে একইমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।