নাগোর্নো কারাবাখে পুলিশসহ ১১ জনকে হত্যা, আজারবাইজানের অভিযান শুরু
আন্তর্জাতিক
নাগোর্নো কারাবাখে পুলিশসহ ১১ জনকে হত্যা, আজারবাইজানের অভিযান শুরু
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করেছে।
নাগোর্নো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু অঞ্চলটিতে জাতিগত আর্মেনিয়রা বসবাস করে। এই ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আজারবাইজানের ১১ জন পুলিশ ও বেসামরিক নাগরিক মাইন বিস্ফোরণ ও অন্য একটি ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেনের শব্দ পাওয়া গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এবং ২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া দু'বার যুদ্ধে লিপ্ত হয়। গত ডিসেম্বরে আর্মেনিয়া থেকে ছিটমহলের একমাত্র পথ লাচিন করিডোর অবরোধ করে রেখেছে আজারবাইজান।
আন্তর্জাতিক
আরো পড়ুন