
টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেসের চলন্ত বাসে অস্ত্রের ভয় দেখিয়ে সকল যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুট ও এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ৩ জন ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার (৬ আগস্ট) রাতে দুইজন বিচারক তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গৌরস্থান এলাকায় মৃত হারুন অর রশীদের ছেলে রাজা মিয়া (৩২), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল আউয়াল (৩০) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধনারচর পশ্চিম পাড়া গ্রামের নুরনবী (২৬)। রাজা মিয়া ও নুরনবী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলমের এবং আউয়াল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুনের আদালতে জবানবন্দি দেন। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে বলেন, জবানবন্দি শেষে ৩ জনকেই টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।