সারাদেশ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

ছবি: ইন্টারনেট
নিহত যুবকের নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি শাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। যদিও ওই ব্যক্তি বাংলাদেশি কি না তা নিশ্চিত করেননি তিনি। এ বিষয়ে বিজিবির অধিনায়ক জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করায় বিএসএফ ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়। অন্যদিকে হাকিমপুর পৌরসভার ধরন্দা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে।