সরকারের দিকে তাকিয়ে বাফুফে
করোনা ঊর্ধ্বমুখীর কারণে লকডাউনে বাংলাদেশ তাই দেশে সব ধরনের খেলা বন্ধ। এই পরিস্থিতিতে ক্লাবগুলোর খরচ কমেনি। এমন পরিস্থিতিতে করণীয় খুঁজতে বাফুফে ভার্চুয়ালি লিগ কমিটির সভা হয়ে গেল। সেই সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপার সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সভা শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ক্লাবগুলোর অবস্থান ও মতামত জানলাম। করোনা পরিস্থিতিতে লকডাউনের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে আমরা লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
দলবদলে শেখ রাসেল সবার চেয়ে আলাদা
১৭ এপ্রিল শেষ হলো প্রিমিয়ার লিগ ফুটবললের মধ্যবর্তী দলবদল। এক মাসের বেশি সময় চলা এই দলবদলে মোট ৪৮ জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। ৪৮ জন ফুটবলারের মধ্যে ২৬ জনই আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের। ব্রাদার্স ইউনিয়ন সর্বোচ্চ ১৪ জনকে এই সময়ে নিবন্ধন করিয়েছে। আরামবাগ করিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন। ১৩ ক্লাবের মধ্যে ১২ ক্লাব মধ্যবর্তী দলবদলে অংশ নিয়েছে। একমাত্র শেখ রাসেল স্পোর্টিং ক্লাব লিমিটেড কোনো ফুটবলারকে নিবন্ধন করায়নি এই সময়ের মধ্যে। শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘আমরা লোকাল ফুটবলার নিতে চেয়েছিলাম। পরবর্তীতে আর সেটা সম্ভব হয়নি।
Four women footballers test Covid-positive
Four footballers of the national women's team have tested positive at the Bangladesh Football Federation residential camp. Krishna Rani Sarkar, Monica Chakma, Rituporna Chakma and Nilufa Yasmin Nila -- the four Covid-positive players -- are currently in isolation at the BFF camp. All four of them played for Bashundhara Kings in the Women's Football League, which was suspended on April 5 in the wake of the first weeklong nationwide lockdown. They stayed in the Bashundhara camp during the league but as soon as the league was suspended, all the players returned to the BFF camp. As part of routine tests on April 12, the four players tested positive and have since been isolated.
হাফসেঞ্চুরি করলেন লিটন, ৩ উইকেট মিরাজের
নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তিনি রানের দেখা পেয়েছেন। লাল দলের বিপক্ষে ৬৪ রান করে আহত অবসর নেন সবুজ দলের হয়ে খেলতে নামা লিটন। লিটনের দল ৭১ ওভারে শেষ দিন ২২৫ রান করেছে। এ ম্যাচে দলের সবাইকে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ করে দেয়া হয়েছিল। তবে অনেকেই দ্রুত আউট হয়েছেন। টিম সবুজের অধিনায়ক ও টেস্ট দলের নেতা মুমিনুল হক শুন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয়বারের মতো ব্যাট করার সুযোগ পান। সুযোগ পেয়ে তিনি করেন ৪৭ রান। মোহাম্মদ মিঠুন ২৮ ও সাদমান ইসলাম ১৯ রান করেন। শরিফুল ইসলাম ২০ রানে অপরাজিত থাকেন। লাল দলের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪১ রানে ৩ উইকেট নেন। তবে উইকেট বোলারদের পক্ষে ছিল না। পেসার আবু জায়েদ রাহি ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
করোনায় নেগেটিভ আকরাম খান
করোনা ভাইরাসে নেগেটিভ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। গত ১০ এপ্রিল আকরাম খানের শরীরে করোনা ধরা পড়ে। এরপর নিজ বাসাতেই কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ১৫ এপ্রিল সতর্কতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর কিছুদিন চিকিৎসার পর কাল রাতে বাসায় ফিরেছেন তিনি। আকরাম খান কাল রাতে জানিয়েছেন, 'সব রিপোর্ট ভালো এসেছে। করোনা নেগেটিভ এসেছে। সব স্বাভাবিক আছে এখন। আমাদের সবার জন্য দোয়া করবেন।'
কলকাতাকে হারিয়ে শীর্ষে কোহলির বেঙ্গালুরু
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের রথ চলছেই। টানা তিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের পর রোববার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে বেঙ্গালুরু হারায় সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। টানা এই এই তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল বেঙ্গালুরু। টস জিতে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৪ রানের পাহাড় গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৭ রান করা কেকেআর এরপর ৫৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ দিকে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ২৫ বলে ২৬ রান করে ফেরেন সাকিব। ২০ বলে ৩১ রানে ফেরেন রাসেল। ৮ উইকেটে ১৬৬ রানে ইনিংস গুটায় কেকেআর। ৩৮ রানের জয় পায় বেঙ্গালুরু।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪৭ করলেন মুমিনুল
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে রবিবার। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা মোটামুটি ভালো করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বোলাররা। আগের দিন তামিম-সাইফ-শান্তদের ব্যাটিং অনুশীলনের পর রবিবার লিটন-মুমিনুলরা ভলোই ব্যাটিং অনুশীলন করলেন। তবে দু’জনই পারফেক্ট ব্যাটিং অনুশীলনটা করতে পেরেছেন দ্বিতীয়বারের সুযোগে! রবিবার প্রথম সেশন শেষে তিন উইকেট হারিয়ে মুমিনুলের দলের সংগ্রহ ছিল ৮৯ রান। সেখানে অধিনায়ক মুমিনুল সাজঘরে ফিরেছিলেন রানের খাতা না খুলেই! লিটন ২৭ রান করে স্বেচ্ছায় অবসরে যান। দু’জন অবশ্য ব্যাটিং করেন দ্বিতীয় দফায়ও। মুমিনুল দ্বিতীয়বার ৬ নম্বরে নেমে খেলেন ৪৭ রানের ইনিংস। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ২৭ রান করে স্বেচ্ছায় সাজঘরে যাওয়া লিটন সাত নম্বরে নেমে খেলেন ৬৪ রানের ইনিংস।
এক ওভারেই ১৭ রান দিলেন সাকিব
চলতি আইপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এ তারকা অলরাউন্ডার রোববার দলের তৃতীয় ম্যাচে চতুর্থ ওভারে ৭ রান খরচ করলেও ষষ্ঠ ওভারে আর লাগাম ধরে রাখতে পারেননি। এদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ও পাদিক্কল ষষ্ঠ ওভারে সাকিবের বলে দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে ১৭ রান আদায় করে নেন। প্রথম ৫ ওভারে ২ উইকেটে ২৮ রান করা বেঙ্গালুরু ষষ্ঠ ওভারে তুলে ১৭ রান। এই ম্যাচেই সাকিবের একাদশে সুযোগ পাওয়া নিয়ে গুঞ্জন ছিল। পরের ম্যাচে সাকিব একাদশে সুযোগ পান কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ গত দুই ম্যাচে সাকিব ব্যাটে বলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে ৫ বলে মাত্র ৩ রানে আউট হন সাকিব। প্রথম বলে উইকেট পাওয়া সাকিব ৩৪ রানে শিকার করেন এক উইকেট।
বিশ্বকাপের সব দর্শককে টিকা দেবে কাতার!
২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে হবে বিশ্বকাপ। তবে করোনাভাইরাস বিশ্বজুড়ে যেভাবে থাবা বসিয়ে রেখেছে, তাতে শঙ্কা তৈরি হয়েছে কাতার বিশ্বকাপ ঘিরেও। বিশ্বকাপের মঞ্চে দর্শকহীন গ্যালারি, ভাবা যায় না! আয়োজক কাতারও সেই চিন্তা করতে পারছে না। তাই করোনা ভাইরাসমুক্ত একটি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। যে পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বকাপ দেখতে যাওয়া সবাইকে করোনার টিকার আওতায় আনার কাজ শুরু করেছে তারা। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনর বরাত দিয়ে খবরটি ছেপেছে রয়টার্স। যেখানে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত কাতার এবং সেটি দর্শকদের নিয়েই। আর এ লক্ষ্যে বিশ্বকাপ দেখতে আসা সবাইকে করোনার টিকা সরবরাহ করার কাজ করছে দেশটি।
সাকিবকে নিয়ে কোহলিদের বিপক্ষে ফিল্ডিংয়ে কলকাতা
নিজেদের তৃতীয় ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজও নাইট একাদশে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক বিরাট কোহলি (৫) আর ওয়ান ডাউনে নামা রাজত পাতিদর (১) রানে ফিরে যান। সেই ওভারের দ্বিতীয় এবং শেষ বলে এই দুজনকে শিকার করেন বরুন চক্রবর্তী। উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। সাকিব বোলিংয়ে এসে বেদম মার খান। প্রথম স্পেলে দুই ওভার করে দেন ২৪ রান। বাউন্ডারি খান ৩টি আর ছক্কা একটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ বলে ৪৩ রানে ব্যাট করছেন ম্যাক্সওয়েল। ৮.১ ওভারে ২ উইকেটে ব্যাঙ্গালোরের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান।
আইপিএলে ছক্কা মেরে ফ্রিজ ভাঙলেন বেয়ারস্টো!
করোনাকালের আইপিএলে গতকাল শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ১৫০ রান তাড়া করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ! কিন্তু মুম্বাইয়ের রান তাড়া করতে নামেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তারাই ম্যাচটা বের করে ফেলবেন। এর মাঝে জনি বেয়ারস্টো মারতে গিয়ে তিনি ফ্রিজই ভেঙে ফেলেছেন! শনিবার রাতে বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান। অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্টের মতো বোলারকেও তিনি পাত্তাই দিচ্ছিলেন না। আর তার সবচেয়ে বড় প্রমাণ মিলল ম্যাচের তৃতীয় ওভারে তৃতীয় বলে। বোল্টের লেন্থ ডেলিভারিতে গগনচুম্বী ছক্কা হাঁকান বেয়ারস্টো। আর সেই বল গিয়ে লাগে বাউন্ডারি লাইনে ডাগআউটের পাশে থাকা ড্রিঙ্কসের ফ্রিজে।বল লেগে চুরচুর করে ভেঙে যায় ফ্রিজের কাঁচ!
যত ম্যাচ হবে, পরিস্থিতি পাল্টাতে থাকবে: এবি ডিভিলিয়ার্স
ঘরের মাঠে শাসন করা দলগুলো এ বারের আইপিএলে সমস্যায় পড়বে বলে মনে করেন এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সহ-অধিনায়ক বলে দিচ্ছেন, ‘‘আমার মনে হয় নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ হচ্ছে বলে অনেক ভারসাম্য তৈরি হবে। সকলের জন্যই এক নিয়ম। কারও ঘরের মাঠে খেলার সুবিধা বলে কিছু নেই। এর ফলে বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টা পরীক্ষিত হবে।’’ যোগ করছেন, ‘‘যত ম্যাচ হবে, তত পরিবেশ, পরিস্থিতি পাল্টাতে থাকবে আর দলগুলোকে সব কিছু মানিয়ে নিতে হবে। উইকেট পুরনো হতে থাকবে, একই মাঠে একটা অন্য প্রতিপক্ষকে খেলতে হবে। ব্যাপারটা আকর্ষণীয়, তবে একটা জিনিস ভুললে চলবে না। সকলের জন্যই কিন্তু একই নিয়ম।’’
রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ালেন ওজিল
মেসুত ওজিলের সাহায্যসুলভ স্বভাব সবারই জানা। অসহায় নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়িয়ে বরাবরই খবরের শিরোনাম হন এই জার্মান মিডফিল্ডার। এবার পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ ও অসহায় শিশুদের খাবারের জন্য অর্থ প্রদান করলেন ওজিল। যাতে বাংলাদেশের জন্যও বরাদ্দ রয়েছে। তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন ওজিল। এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের খাবার জোগান দিতে। যার একটা অংশ বাংলাদেশেও আসবে। ‘দ্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল যাবে বাংলাদেশের শরণার্থী শিবিরের রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে। এছাড়া দুই হাজার ৮০০ খাবারের পার্সেল বিতরণ করা হবে ওজিলের মাতৃভূমি তুরস্কের অসহায় শিশুদের মাঝে। এক হাজার পার্সেল পাঠানো হবে ইন্দোনেশিয়ায়।
খুব বেশি ফিল্ডিং অনুশীলন করেন না পান্ডিয়া!
বোলিংয়ের সুযোগ না পেলেও রান করেছিলেন মাত্র সাত। তারপরও মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে উল্লেখযোগ্য অবদান হার্দিক পান্ডিয়ার। ফিল্ডিংয়েই যে তিনি গড়ে দিয়েছেন বড় পার্থক্য! দুর্দান্ত ফিল্ডিংয়ে দলকে এনে দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। অথচ এই অলরাউন্ডার নিজেই বলছেন, খুব বেশি ফিল্ডিং অনুশীলন তিনি করেন না! আইপিএলের ম্যাচে চেন্নাইয়ে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পান্ডিয়ার ফিল্ডিংয়ের শিকার থিতু হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নার ও বিপজ্জনক আব্দুল সামাদ। ম্যাচ শেষে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস তাই খুব উৎসাহ নিয়ে জানতে চাইলেন, ‘নিশ্চয়ই ঘণ্টার পর ঘণ্টা অনুশীলনের ফসল এমন ফিল্ডিং?’ পান্ডিয়া চমকে দিলেন তার উত্তরে। “ সত্যি বলতে, তা নয়। আমি আসলে ফিল্ডিংয়ে খুব বেশি সময় দেই না। স্রেফ নিশ্চিত করতে চাই, প্রয়োজনীয় কাজগুলি করছি কিনা। নিশ্চিত করতে চাই, যতটা দরকার, ততটা প্রস্তুত কিনা আমি।”
ইনজুরিতে রোনালদো, জুভেন্টাস শিবিরে হতাশা
সিরি আ'তে আতালান্তার বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে।জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো রোনালদোর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। পেশির ইনজুরির কারণে দলের সেরা তারকাকে পাবে না ওল্ড লেডিরা। এ ব্যাপারে জুভেন্টাস কোচ পিরলো বলেন, 'আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। অপ্রত্যাশিতভাবে পেশির চোটের কারণে সে রোনালদো আমাদের পরবর্তী ম্যাচে খেলতে পারবে না। জিনিওয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে তার সমস্যা দেখা গিয়েছিল।' রোনালদোর অনুপস্থিতিতে শুরু থেকেই মাঠে থাকবেন পাউলো দিবালা। দীর্ঘদিন হাঁটুর ইনজুরিতে ভুগেছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।