বিয়ের চারমাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ায় বিয়ের চারমাসের মাথায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মিতু খাতুন (১৭)। শনিবার (৬ মার্চ) সকালের দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ফুলজোড় গ্রামস্থ স্বামীর বাড়ির একটি শয়কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনাটির খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ায় ধানের চারা উপরে ফেলে জমি বেদখলের চেষ্টা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার তেঘরী গ্রামে কৃষকের জমির রোপনকৃত ধানের চারা উপরে ফেলে জমি বেদখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ।এঘটনায় আজ শুক্রবার থানায় অভিযোগ হয়েছে। এ ব্যাপারে কৃষক হাফিজার রহমান বলেন, সালাম একজন অসৎ প্রকৃতির লোক, সে এই জমি একজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কৌশলে কাগজপত্র সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলে। কিন্তু সেলিম হঠাৎ করে রাতের আধারে জমির ধানের রোপনকৃত চারা উপরে ফেলেছে। আমি এ বিষয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। প্রতিপক্ষ সালাম এর সাথে যোগাযোগ করার চেস্টা করলে তিনি ফোন ধরেন নি।
বগুড়ায় করোনায় ১ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনার ফলাফলে নতুন করে ২জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫জন। তবে করোনায় নতুন করে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি বগুড়া গাবতলীর বাসিন্দা। তার বয়স ৭৫ বছর। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এছাড়া নতুন আক্রান্ত ২জন সদরের বাসিন্দা। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে লাইলি বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। লাইলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিমে মালশন গ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। লাইলি বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মন্ডলের স্ত্রী। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের সাইলো এলাকা অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে।
ভুয়া জামিননামা তৈরির ঘটনায় যুবলীগ নেতাসহ ১৬ জন কারাগারে
ভুয়া জামিননামা তৈরির ঘটনায় উচ্চ আদালতের (হাইকোর্ট) গ্রেপ্তারের নির্দেশনা দেওয়ার ৯দিন পর বগুড়ার যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আমিনুল ইসলামসহ ১৬ জনকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন তারা। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদ এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নাফ নিশ্চিত করেছেন।
বগুড়ায় বাংলা মদসহ ২ জন গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ৪ লিটার বাংলা মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ লিটার বাংলা মদসহ দাসগ্রামের সন্তোষ চন্দ্র মাহাতোর ছেলে রণজিৎ ও সচিন চন্দ্র মাহাতোর ছেলে রিপন মাহাতোকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ায় জাসদের পতাকা মিছিল
জাসদের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রকি দল (জাসদ) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পতাকা মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার সাতমায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিলটি বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষ পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে সমাবেশ হয়।সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বরগুনায় আ.লীগের কমিটিতে পদ পেলেন স্বাধীনতা বিরোধীদের সন্তানরা
বরগুনার পাথরঘাটায় স্বাধীনতা বিরোধীদের সন্তানদের আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ আনে। উপজেলার পাথরঘাটা ও কাঠালতলী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে দবি তাদের। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন দাবি করেন, সঠিক নিয়মেই কমিটি করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (০২ মার্চ) পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌর কমিটি ঘোষণা করা হয়।
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তির দাবি
দৈনিক করতোয়া’র সিনিয়র সাংবাদিক ও বগুড়া ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা’র বাড়িতে গভীর রাতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন সহ সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বিবৃতি দাতারা হলেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সহ-সভাপতি মেজবাউল আলম, আলহাজ¦ রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ এম. শাহিন আলম, দপ্তর সম্পাদক রমজান আলী রঞ্জু প্রমুখ।
বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ সভাপতি আটক
বগুড়ার ধুনটে ২৫ পিস ইয়াবা সহ রিপন মিয়া (২৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রিপন উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। বুধবার সকালে থানা হতে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার মঙ্গলবার রাতে বাকসাপাড়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করেন। এসময় তার নিকটে থাকা ২৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।এস আই প্রদীপ কুমার বর্মন জানান, যুবলীগ নেতা রিপনকে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়ায় একদিনে করোনার টিকা নিলেন ১হাজার ৭০৫জন
বগুড়ায় একদিনে ১হাজার ৭০৫জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৯৮৬জন এবং বাকি ৭১৯জন নারী। এছাড়া করোনার টিকা পেতে একদিনে ৩ হাজার ৫৭ জন রেজিষ্ট্রেশন করেছেন। আজ মঙ্গলবার (২ মার্চ) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় করোনার টিকা নিয়েছেন ৫৫ হাজার ৫৭৯জন। এছাড়া টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৭৭ হাজার ২৬৫জন।
বগুড়ায় ছাত্রলীগের আনন্দ র্যালী
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে বগুড়ায় আনন্দ র্যালী করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকালে জেলা শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে ওই আনন্দ র্যালী বের হয়। আনন্দ র্যালীতে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাওন, রাকিব হাসান প্রমুখ।
বগুড়ায় ভোটার দিবস পালিত
''বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়'' এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ
লেখক মুশতাক আহমেদকে ‘হত্যা’র প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন, তমাল, বাবুল, রাকিব, নিরব, উজ্জল ও আমিনুলসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রলীগ কর্মী আটক
বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ছাত্রলীগ কর্মী আকাশ খান ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আকাশ উপজেলার মোহনপুর দক্ষিন পাড়ার আমির হোসেন মাষ্টারের ছেলে। সে বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। আজসোমবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার মধ্যরাতে বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার বন্ধন ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।