ফরিদপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
ফরিদপুরের ভাঙ্গায় ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের একপক্ষের দলনেতাকে ধরে নেয়ার গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুর হতে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। তবে গত দুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে বলেও খবর পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর আহত দেলায়োর হোসেন ও আবু মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। থানা ও এলাকাবাসী জানান, শাখাওয়াত মাতুব্বর ও ইদ্রিস হাওলাদার নামে স্থানীয় দুজন দলনেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন। এরা উভয়েই বর্তমান এমপি মুজিবর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক। শনিবার দুপুরে একদলের নেতা শাখাওয়াত মাতুব্বরকে পুলিশ একটি মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ এপ্রিল) এ ঘটনায় শিশুটির মা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া নিবাসী আট বছরের এক শিশু গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করছিল। এসময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে জোর করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা তীব্র হলে শিশুটি কান্নাকাটি করে পরিবারকে জানায়।
ফরিদপুরে ঢিলেঢালাভাবে ২য় দিনের লকডাউন পালন
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার যে লকডাউন ঘোষণা করেছে তার দ্বিতীয় দিনে বেশ ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে ফরিদপুরে। প্রথম দিনের তুলনায় আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনে রাস্তায় লোক সমাগমের পাশাপাশি ইজিবাইক-রিকশা চলাচল করতে দেখা গেছে। শহরের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মোড়ে মোড়ে ও বিভিন্ন গলির দোকান ছিল খোলা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশের তল্লাশি ছিল। শহরের প্রবেশমুখের সড়ক গুলোতে চেকপোষ্ট বসিয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে অন্তর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অন্তর উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের বড় সন্তান। জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের মো. সবুজ ইসলাম পরিবার নিয়ে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজপাড়া একটি ভাড়া বাসায় থাকেন।
আপনারা আইন হাতে তুলে নিবেন না: নিক্সন চৌধুরী
বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যারাই নির্মমভাবে ইতালি প্রবাসী মাসুদকে হত্যা করেছেন, তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হবে। হত্যাকারী যতই প্রভাবশালী হোক না কেন, সরকার এই হত্যাকাণ্ডের বিচারে কোন আপস করবে না। আপনারা আইন হাতে তুলে নিবেন না। একটি হত্যাকাণ্ডের পর ওই এলাকায় সুযোগ সন্ধানী অনেকেই নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। আপনারা শান্ত থাকুন, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সর্বদা আপনাদের পাশে আমি থাকব। বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের নওপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মাসুদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব বলেন।
ফরিদপুরে অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার খাদ্য সহায়তা
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। মঙ্গলবার বিকেলে এবং বুধবার সকালে নগরকান্দা ও সালথা উপজেলার কয়েকশ অসহায় ব্যক্তিদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুলের গ্রামের বাড়ী ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বাড়ীতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, চিনি বিতরন করাহয়। এছাড়া প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
ফরিদপুরে ইতালি প্রবাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নওপাড়া বাসস্ট্যান্ডে ইতালি প্রবাসী মাসুদ রানাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বাড়ির পাশে বাসস্ট্যান্ডে মাসুদ চা খেতে গেলে ইমদাদুল হক ও তার ছেলে রিজুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুদ রানা গজারিয়া গ্রামের হারুন মাতুব্বরের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে গজারিয়া গ্রামে ইমদাদুল হক ও রাজ্জাক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে মারামারি ও মামলা চলে আসছিল। ৪-৫ মাস আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছিলেন। এ ঘটনার জেরে রাজ্জাক ফকিরের দলের মাসুদ রানাকে একা পেয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
ফরিদপুরে গণপিটুনিতে একজন নিহত
ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দিলীপ বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে মারাত্মক আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুরে আজ তারাবি নামাজ পড়েছেন ১৩ গ্রামের মানুষ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ পবিত্র রোজা পালন শুরু করবেন। সোমবার (১২ এপ্রিল) এশার নামাজের পর তারাবি আদায় করা হয়। ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে তাদের। শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইসরাফিল মোল্যা বলেন, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ মঙ্গলবার ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু করবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।
অস্ত্র জমা দিলেন ভাঙ্গার কয়েক হাজার গ্রামবাসী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগণ দীর্ঘদিনের সংঘাত ছেড়ে পুলিশের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। শনিবার (১০ এপ্রিল) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুরোধে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে স্থানীয় আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল, কাতরা, বল্লম, টেঁটাসহ প্রায় শতাধিক দেশীয় অস্ত্র তারা ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফরিদপুরে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস
করোনা রোগী বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফরিদপুর জেলা শাখা। শনিবার বিকালে শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা রোগী সহজ ও নিরাপদ বহনে পাঁচটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা ফরিদপুর সদরসহ ৯টি উপজেলায় বিনামূল্যে সার্ভিস দেবে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
সালথায় তাণ্ডবে তিন কোটি টাকার ক্ষতি, আটক ৬১
ফরিদপুরের সালথায় পরিষদসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার জেলা প্রশাসক অতুল সরকার এর কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা। এদিকে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬১ জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
সালথার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
ফরিদপুরের সালথা উপজেলায় প্রশাসনের লোকজনের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডার পর আগুন-হামলা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম শনিবার (১০ এপ্রিল) ফরিদপুরের চকবাজারে সংবাদ সম্মেলনে বলেন, গত ৫ এপ্রিল রাতে সালথার ঘটনা ছিল স্বতঃস্ফূর্ত। এটি ঘটা উচিত ছিল না। গ্রামবাসী আবেগপ্রবণ হয়ে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলছেন এটি পরিকল্পিত এবং বিএনপির নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত। এটি একেবারেই মিথ্যা কথা। আমরা এ ঘটনায় বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
পুলিশি অভিযানের ভয়ে পুরুষশূন্য সালথা
ফরিদপুরের সালথায় সহিংসতার পর জোরদার পুলিশি অভিযানে উপজেলাসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে। শুক্রবার (৯ এপ্রিল) এসব এলাকার বাড়িঘরগুলোতে নারী আর শিশু ছাড়া কোনো সদস্যদের দেখা মেলেনি। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আসামিদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের কারণে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকাগুলো। এর আগে সালথায় পুলিশ জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে।
ফরিদপুরে করোনা দ্বিতীয় ডোজ শুরু
মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর সদর (জেনারেল) হাসপাতালে টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ডোজ করোনা টিকা উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রথম ডোজে টিকা এসেছে ৬০ হাজার। আমরা সেই টিকা ৫৯ হাজার ৫২২ জনকে দিয়েছি।