Link copied.
দিনাজপুর
cover

দিনাজপুরে আরও ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে দিনাজপুর সদরে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ৯৩৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩১ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে ৮৯৮ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৬০ সহ করোনায় ভর্তি ৯৬ জন রয়েছেন। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

cover

দিনাজপুরে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২৭৫

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বেড়েছে সংক্রমণের পাশাপাশি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪৪টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৯৩ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরে ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত মারা যায় ১৪৭জন।

cover

দিনাজপুরে একদিনে করোনায় আক্রান্ত ১৯০ জন, মৃত ৩

দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে। আর এই লকডাউনের মধ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় ২৭৫ জনের নমুনা পজিটিভ পাওয়া যায়। যা আক্রান্তের হার হিসেবে ৩৬.৯৩ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় পজেটিভ হয়েছেন ১৯০ জন। এছাড়াও জেলার বিরামপুরে ২৬, বিরলে ১৫, ফুলবাড়ীতে ১৪, পার্বতীপুরে ১৩, নবাবগঞ্জে ৫, হাকিমপুরে ৪, কাহারোলে ৪, বীরগঞ্জে ২ ও চিরিরবন্দরে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, করোনার সংক্রামণ বৃদ্ধি ঠেকাতে সদরে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা সদরে বৃদ্ধি পেয়েছে।

cover

দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরে নবাবগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে করতোয়া নদীর পানিতে ডুবে অনামিকা (৯) ও অর্ভ (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগসের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো.আক্তার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় তারা দুই ভাই বোন। হঠাৎ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অশোক কুমার চৌহান।

cover

কাল থেকে দিনাজপুর সদরে লকডাউন

করোনা সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। লকডাউন চলাকালে সাতদিন ঘর থেকে বের হতে পারবে না সদর উপজেলার মানুষ। এমনই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই এক সপ্তাহের লকডাউনে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ই জুলাই সকাল ৬ টা থেকে আগামী ২১ জুন লকডাউন চলাকালে দিনাজপুর সদর উপজেলার কোন মানুষ ঘর থেকে বের হতে পারবে না। মোটরসাইকেল, ইজিবাইকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, ওষুধ ও অত্যাবশকীয় পণ্য ব্যাতীত সদর উপজেলার সকল দোকানপাট বন্ধ থাকবে।

cover

গোবিন্দগঞ্জে বস্তার নিচে ফেনসিডিল ওপরে আলু

আলুর বস্তায় করে ফেনসিডিল পাঁচারের অভিযোগে সায়েদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ জুন) রাতে পৌরশহরের দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্বপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আলুর বস্তায় করে বিশেষভাবে লুকিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য শহরের পূর্বপাড়া অবসর মোড়ে একটি দোকানের সামনে অপেক্ষা করছিল সায়েদ আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সায়েদ আলীকে আটক করা হয়। পরে তার আলুভর্তি বস্তায় তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আলুর বস্তার নিচের অংশে ফেনসিডিল আর ওপরের অংশে ছিল আলু।

cover

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজের জমি থেকে পুঁইশাক নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে মজিবর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান বিরামপুর উপজেলার চকবসন্ত ননকুড়া গ্রামের ফহিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ জমি থেকে পুঁইশাক নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল মজিবর রহমান নামের এক ব্যক্তি। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর মোড়ে মহাসড়কে ওঠার সময় কোন এক যান তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তার ক্ষতবিক্ষত লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

cover

দিনাজপুর কারাগারে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি কার্যকর

স্ত্রীকে হত্যার দায়ে দিনাজপুর জেলা কারাগারে এক আসাসির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বুধবার রাত ১২ টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার এই দণ্ড কার্যকর হয় বলে সমকালকে জানিয়েছেন দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন। তিনি বলেন, দণ্ড কার্ডকর হওয়া আব্দুল হকের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ফেব্রুয়ারিতে আব্দুল হক তার স্ত্রীকে হত্যা করেন। এই ঘটনায় পরের দিন ৯ ফেব্রুয়ারি তার শাশুড়ি বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। ৫ বছর পর ২০০৭ সালের ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত আব্দুল হককে মৃত্যুদণ্ড দেন। পরে আব্দুল হকের পরিবার হাইকোর্টে আপিল করলেও সেখানে সাজা বহাল থাকে। সর্বশেষ আব্দুল হক রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। গত বছরের ১৮ মে মামলাটির যাবতীয় বিবেচনায় রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করলে ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ।

cover

ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম রাজশাহী সদর উপজেলা দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে। স্থানীয়রা জানায়, হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের কাজ শেষে বিকাল সাড়ে ৩টায় বাড়ি ফিরছিলেন রেলওয়ে শ্রমিক জাহাঙ্গীর। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা ট্রেনের সঙ্গে ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার এসআই দীনেশ বাবু জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

cover

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দুর্ঘটনাজাতীয়
১০ দিন আগে

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা নিহত চালকের স্ত্রী ও শিশু কন্যা আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার আগে ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের বিরল উপজেলার ধামইর ইউপির গিরিধরপুর শিমুলতলায় মাইক্রোবাস ও বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সুমন্ত কুমার দাস (৪৩) দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ চাউলিয়াপট্টি মহল্লার রবীন্দ্রনাথ দাস এর ছেলে। আহতরা হলেন-শিলা দাস (৩৫) ও সৌরদীপ্তা দাস (৩)। বিরল থানার অফিসার ইনচার্জ মো. ফকরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি দিনাজপুর কোতয়ালী থানায় আটক করে রাখা হয়েছে।

cover

হিলিতে ভারতীয় ব্যবসায়ীদের পণ্য রফতানি বন্ধের ঘোষণা

আগামী বুধবার (৯ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠি দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। রবিবার বিকালে হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপকে এই বিষয়টি জানানো হয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে রফতানি পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া আমাদের সব ভারতীয় ট্রাক চালককে করোনার টিকা প্রদান করা সম্ভব নয়। এর কারণ পুরো দেশজুড়েই করোনার টিকার অভাব আছে। আগের মতো বন্দর দিয়ে দু দেশের মাঝে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখতে হবে। আপনাদের একক সিন্ধান্ত আমরা মেনে নিতে পারছি না।’

coverশীর্ষ খবর

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

দুর্ঘটনাজাতীয়
১২ দিন আগে

দিনাজপুরের বিরল উপজেলায় দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের সামনে আজ রবিবার দুপুর ২টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরো চারজন গুরুতর আহত হয়েছে। বিরল থানার ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রংপুরের বদরগঞ্জ উপজেলার তমিজউদ্দিনের ছেলে আজিজুল হক (৬০) ও অটোরিকশা যাত্রী বিরল উপজেলার বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৫০)। বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম জানান, দুপুরে একটি ট্রাক বিরল উপজেলার নাড়াবাড়ী বাজারে যাচ্ছিল। একই দিকে একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

cover

হিলি দিয়ে ভারতফেরত ৬ জনের করোনা পজিটিভ

গত ১৮ দিনে ভারতে গিয়ে আটকেপড়া ১৯৫ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসনে। তাদের মধ্যে ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ১৯ মে থেকে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরা শুরু হয়। এখন পর্যন্ত এই পথ দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৯৫ জন দেশে ফিরেছেন। ভারতফেরতদের মধ্যে অসুস্থ যাত্রীদের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আর যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে।

cover

৪ হাত, ৪ পা নিয়ে জন্মালো শিশু

রংপুরজাতীয়
১৪ দিন আগে

দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের এক দিনমজুর পরিবারে শুক্রবার ভোরে চার হাত আর চার পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানান “এটি একটি বিরল ঘটনা, যা আগে আমি কখনও দেখিনি। তবে শিশুটি সুস্থ আছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” শিশুটির বাবা বলেন, “বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে তার ছেলের জন্ম হয়। চার হাত ও চার পারয়েছে তার। সেখানকার চিকিৎসক রংপুর আনার পরামর্শ দিয়েছেন। তাই নিয়ে এসেছি। জানি নাকী হবে।”

cover

দিনাজপুরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুরজাতীয়
১৬ দিন আগে

দিনাজপুরে দুপক্ষের সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব ঘটনার জের ধরে বুধবার বেলা ১১টায় লক্ষ্মীতলা বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষের আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল মেকার আবু বক্কর সিদ্দিক। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ রাতে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এজাহার সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Ridmik News is the most used news app in Bangladesh. Always stay updated with our instant news and notification. Challenge yourself with our curated quizzes and participate on polls to know where you stand.

news@ridmik.news
support@ridmik.news
© Ridmik Labs, 2018-2021