হবিগঞ্জে রকেট লঞ্চারের ১৮ গোলা উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর গুপ্ত অভিযান চালিয়ে সেখান থেকে রকেট লঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩ মার্চ) সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বনের অভ্যন্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময় অন্যান্য কর্মকর্তাসহ বিজিবির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আতাউর রহমান সেলিম জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এখানে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হবিগঞ্জে বাসচাপায় ইজিবাইকের চালক নিহত
হবিগঞ্জে বাসের চাপায় আবেদুর রহমান সোহাগ (১৮) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে।
বিদ্রোহীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা বেয়াদব। বেয়াদবদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না। পৌরসভা নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নানক বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই আমানতের যেন খেয়ানত না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হলেও পৌরসভায় সঠিক প্রতিনিধি না থাকায় জেলা শহরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
হবিগঞ্জের পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে যুবক নিহত
হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের গাড়ি দেখে হঠাৎ উল্টো পথে ঘুরে পালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন ব্যক্তি নিহত হন। পুলিশ জানায়, ১৫ থেকে ২০ সেকেন্ডের মাঝামাঝি সময়ে এই দুর্ঘটনাটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যুর দাবি করে ইতোমধ্যে একাধিক গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। যেটা সঠিক নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
চুনারুঘাটে আ.লীগের রুবেল বিজয়ী
বিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে বেসরকারিভাবে ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলা কন্ট্রোল রুমে এ ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল বাসির হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নয়টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রেই ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ'লীগ থেকে বহিষ্কার
হবিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি জানান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বিগত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন দেওয়া হয় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
পরকীয়া প্রেমের জেরে যুবক খুন
মামলা দায়েরের একদিন পরই হবিগঞ্জের লাখাই উপজেলায় জুবাইল মিয়া (১৮) হত্যার রহস্য উদঘাটন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। আসামীরা হলেন- লাখাই উপজেলার মনতৈল গ্রামের আব্দুর রউফের ছেলে কাইয়ুম মিয়া (২৭), একই গ্রামের আব্দুল আলীর ছেলে শিপন আহমেদ কাদের (১৬) ও রাঢ়িশাল গ্রামের শাহীন মিয়ার ছেলে হাফিজুল ইসলাম (২৬)। নিহত জুবাইল মিয়া মনতৈল গ্রামের আছকির মিয়ার ছেলে এবং পেশায় কৃষক। স্বীকারোক্তি প্রদানকারী কাইয়ুম ও শিপন জুবাইলের প্রতিবেশী এবং হাফিজুল তাদের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। হাফিজুলের নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালিত হয়।
বানিয়াচংয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাকিয়া বেগম (৬৫) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাতুড়ির আঘাতে ওই বৃদ্ধার পুরো মুখ ও মাথা থেতলে গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম ওই এলাকার মৃত হান্নান ঠাকুরের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকিয়া বেগমের তিন ছেলের একজন ঢাকায় ব্যাংকে কর্মরত ও আরেকজন আমেরিকায় থাকেন। ছোট ছেলে যুবায়ের ঠাকুরকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় যুবায়ের তার মাকে ঘরে একা রেখে গ্যানিংগঞ্জ বাজারে যান। রাতে এসে দেখেন ঘরের সামনের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা। পরে মায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন।
তানভীর হত্যা: সহযোগী লিমন গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর আহমেদ হত্যার ঘটনায় জড়িত আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম লিমন মিয়া (১৯)। শুক্রবার রাতে উপজেলার মড়রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। লিমন মড়রা গ্রামের মরম আলীর ছেলে। তানভীর হত্যা মামলায় এ নিয়ে চার আসামি গ্রেফতার হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার লিমন হত্যাকারীদের অন্যতম সহযোগী। তানভীরকে ফোন দিয়ে লিমন বাড়ি থেকে বের করে আনে। আদালতে তার রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত উজ্জ্বল, শান্ত ও জাহিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
হবিগঞ্জে প্রাচীর ধসে ২ শ্রমিকের প্রাণহানি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেউন্দি চা বাগানে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৪০) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (৩৫)। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি বাগান কর্তৃপক্ষের অধীনে সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায় সীমানা প্রাচীরের একটি অংশ ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
চা -বাগানে ফ্যাক্টরির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাটে ফ্যাক্টরির দেয়াল ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওউন্দি চা-বাগানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন। দেওন্দি চা-বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশীষ রায় জানান, সকাল থেকে শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরের দেয়াল মেরামতের কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ একটি দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনতি শর্মা তাদেরকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ক্ষোভের কারণেই খুন করা হয় তানভীরকে!
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডোবার পানিতে মাটিচাপা দেওয়া অবস্থায় তানভীর হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জের নসরতপুর গ্রামে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তানভীর নসরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় তানভীর নিখোঁজ হয়। রাত ১০টায় তানভীরের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল দিয়ে তার বাবাকে জানানো হয়- আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে, ফিরে পেতে ৮০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরে কিছুক্ষণ পরই তানভীরের বাবা থানায় এসে ঘটনা জানালে পুলিশ তদন্তে নামে।
হর্ণের শব্দে বিভ্রান্ত পথচারী প্রাইভেটকারের চাপায় নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় প্রাইভেটকারের চাপায় সুধীর চন্দ্র দেব (৫০) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। তিনি লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, সুধীর চন্দ্র দেব বাহুবল উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রোববার তিনি শায়েস্তাগঞ্জে আসেন। রাতে নতুন ব্রীজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত ধরে হাটছিলেন। তখন হঠাৎ পেছন দিক থেকে একটি গাড়ি হর্ণ বাজায়। হর্ণের শব্দে বিভ্রান্ত হয়ে তিনি মাঝ সড়কে চলে যান। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, গত ৭ জানুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামে কৌশলে ৭ম শ্রেণির এক ছাত্রীর (১৪) ঘরে ঢোকে শিপন মিয়া। অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে ধর্ষণ করে শিপন। এ ঘটনা জানার পর গত ৮ জানুয়ারি ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে হবিগঞ্জ আদালতে মামলা করেন। শনিবার (২৩ জানুয়ারি) আদালত থেকে শায়েস্তাগঞ্জ থানায় শিপন মিয়ার নামে ওয়ারেন্ট আসে। এরই প্রেক্ষিতে রবিবার উপপরিদর্শক নজরুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শিপনকে গ্রেফতার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা পেয়ে আমরা আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।