Link copied.
চাঁপাইনবাবগঞ্জ
cover

হাসপাতালে বিয়ে, কেবিনে বাসর

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় প্রেমিক ভাঙা পা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে গিয়ে ক্লিনিকের কেবিনে বিয়ের ঘটনা ঘটেছে। বিয়ের পর ক্লিনিকের কেবিনেই তাদের বাসর হয়। বৃহস্পতিবার গভীর রাতে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে এ বিয়ে সম্পন্ন করা হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের আব্দুস সোবহানের অনার্স পড়ুয়া ছেলে হুসাইন আহমেদের (২৩) ডান পা ভেঙে হাসপাতালে ভর্তি হন। খবর প্রেমিকা ঝিনাইদহ জেলার লেবুতলার তাসফিয়া সুলতানা মেঘা (১৯) বৃহস্পতিবার প্রেমিককে দেখতে ছুটে আসেন। এ কথা মেঘার বাবাকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে বাড়িতে উঠতে দেবেন না বলে জানিয়ে দেন। এমন কথা শুনে মেঘা বিয়ের দাবিতে অনড় সিদ্ধান্তের কথা ব্যক্ত করেন। একপর্যায়ে তাদের বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গভীর রাতে হাসপাতালের কেবিনেই কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়। ওই কেবিনই ছিল তাদের বাসর ঘর।

cover

চাঁপাইনবাবগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

চাঁপাইবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। এছাড়া আরটিপিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১১, শিবগঞ্জে ৮, গোমস্তাপুরে ১৪ ও নাচোলে ১৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

cover

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ঘোড়াপাখিয়া মহল্লার রাসেল (৩৫)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

coverশীর্ষ খবর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, আক্রান্ত ৫৭

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরটিপিসিআর, র‌্যাপিড এন্টিজেন্ট এবং জিন এক্সপার্ট নমুনায় গড় শনাক্তের হার ১০.৫৯ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আরটিপিসিআর ল্যাব ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬.৪৫ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৭৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৮ শতাংশ। এছাড়া জিন এক্সপার্টে ৫ জনের মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ।

cover

ফের মহানন্দা নদীতে ভেসে এলো লাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে শনিবার অজ্ঞাতপরিচয় আরও একজনের লাশ ভেসে এসেছে। এর আগে গত ৭ জুন একই নদীতে ভারত থেকে ভেসে আসা ফুলে-ফেঁপে ওঠা একটি লাশ উদ্ধার করে পুলিশ। চারদিনের মাথায় শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুরে মহানন্দা নদীতে লাশটি ভেসে আসে। বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোর্তোজা জানান, সকালে মহানন্দা নদীতে লাশটি ভেসে আসতে দেখে লোকজন। ধারণা করা হচ্ছে, এটির কয়েকদিন আগের। পুলিশকে খবর দেওয়া হয়েছে। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

coverশীর্ষ খবর

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাটপাড়া (বটতলা) গ্রামের মৃত নজরুল ইসলামের ছোলে মেসবাউল হক মিশু (৪০), শংকরবাটি এলাকার বটতলা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২)। এছাড়াও তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান; নিহতরা দুজন ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনে বৃহষ্পতিবার বিকালে আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে মেসবাউল ও মিশুর মৃত্যু হয়। এদিকে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে ফারজানা নামক এক মেয়ের মৃত্যু হয়েছে।

cover

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জোনাকিপাড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। স্থানীয়দের বরাত দিয়ে ওসি সেলিম রেজা জানান, সকালে জোনাকিপাড়ায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক এক পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওই পথচারীকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

cover

চাঁপাইনবাবগঞ্জে আরও ১৮৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুন) ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২৯.২১ ভাগ। রোববার ( ৬ জুন) শনাক্তের হার ছিলো ১৯.১৩ ভাগ। এদিকে সোমবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে দুই দফার ১৪ দিনের বিশেষ লকডাউন। এর বিপরীতে দেওয়া হয়েছে ৭ দিনের বিশেষ বিধিনিষেধ। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন। সেখানে ১১টি বিধিনিষেধের বিষয়ে জানানো হয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ জুন পর্যন্ত নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধগুলো হলো-সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

cover

শর্ত সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ লকডাউন শিথিল

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন কিছুটা শিথিল হলেও কঠোর নিয়মাবলী থাকছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। আগামী ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ক্রেতা ও বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মোটর সাইকেলে চালক ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। সব ধরনের সাপ্তাহিক হাট বাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে প্রয়োজনীয় বাজার সামগ্রীর দোকান সহ সকল মৌলিক খাদ্যদ্রব্য সমূহের দোকান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় চলবে।

cover

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। আরটিপিসিআর ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের এবং জিন এক্সপার্ট টেস্টে ৭ জনের নমুনায় ৩ জনসহ সর্বমোট ১৪২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত মোট ২৪৮৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১৪৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ৬২ জন।

cover

কঠোর লকডাউনেও সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

স্বাস্থ্যবিধি মেনে কঠোর লকডাউনের মধ্যেই দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। জানা গেছে- প্রতিদিন ২০০ থেকে ২৩০টি ভারতীয় পণ্যবোঝাই ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। প্রথমে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জিরো পয়েন্টে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকের উপস্থিতি ভারতীয় ট্রাক জীবাণুমুক্ত করার লক্ষ্যে স্প্রে করানো হয়। এরপর চালক ও সহকারীদের তাপমাত্রা পরীক্ষা করা হয়। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের প্রবেশমুখে ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের লাল ফিতা পরিয়ে দেয়া হয়। সোনামসজিদ স্থলবন্দরের কয়েকজন শ্রমিক জানান, পানামা পোর্ট লিংক লিমিটেডের সীমানার বাইরে বন্দর এলাকায় ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের চলাফেরা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

cover

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৭, মৃত্যু ৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলার ৫ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত মোট ২৩৪৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১১২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছে ৫৯ জন।

cover

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকলিরচরও পাঁচরশিয়া গ্রামে শুক্রবার বিকালে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন সুন্দরপুরইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের মোহাম্মদ রানার স্ত্রী এনি (২৫), তার ছেলে নূরমোহাম্মদ (৫) এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলিরচরর গ্রামের আব্দুল মতিনের ছেলেইয়াসিন আরাফাত (১০)। সদর উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম জানান, বিকাল ৫টার দিকে পাঁচরশিয়া গ্রামেএনি ও তার ছেলে নূর মোহাম্মদ বৃষ্টির সময় বাড়ির কাছে একটি আম বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলেঘটনাস্থলে তারা মারা যান। এদিকে টিকলিরচর গ্রামের ইয়াসিন আরাফাত বিকাল ৫টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

cover

করোনার থাবায় ক্ষতিরমুখে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা

মহামারি করোনাভাইরাসের থাবায় যেন লণ্ডভন্ড হতে চলেছে দেশের সীমান্তবর্তি জেলা চাঁপাইনবাবগঞ্জ।করোনার কারণে গতকাল আরও এক সপ্তাহ বাড়ানো হয় লকডাউন।এর প্রভাব পড়তে শুরু করেছে ‘আমের রাজ্য’ খ্যাত এ জেলাটি।জেলার সবচেয়ে বড় আমের বাজার বসে শিবগঞ্জ উপজেলার কানসাটে।প্রতি আমের এই ভরা মৌসুমে বাজারটিতে আমের যেন মেলা বসে প্রতিদিন।সাইকেলে,ভুটভুটিতে বা মিনি ট্রাকে করে হাজার হাজার মানুষ সকাল থেকে আম নিয়ে ছুটে আসেন বাজারটিতে।ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে ওঠে কানসাট বাজার। কিন্তু এবার এসবের তেমন যেন লেশ নেই। দেশের দূর-দূরান্ত থেকে এখনো ছুটে আসেনি কোনো ক্রেতা।

cover

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৩ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে আরও ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭৩ জনের পজেটিভ রিপোর্ট আসে। অপরদিকে জেলায় বিশেষ লকডাউনের ৯ম দিন চলছে আজ। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সুনসান নিরবতা দেখা গেছে আবার কোথাও কোথাও মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। লকডাউন কার্যকর করতে জেলা শহরের ৩০টি চেকপোস্টে পুলিশ কঠোর নজরদারি করছে। এছাড়া জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।


Ridmik News is the most used news app in Bangladesh. Always stay updated with our instant news and notification. Challenge yourself with our curated quizzes and participate on polls to know where you stand.

news@ridmik.news
support@ridmik.news
© Ridmik Labs, 2018-2021