কলাতলীতে ৩ আবাসিক হোটেলকে ৩৫,০০০ টাকা জরিমানা
কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩টি আবাসিক হোটেলকে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে প্রশাসন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে পর্যটকদের রুম ভাড়া নিয়ে হয়রানির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পর্যটকদের হয়রানিসহ হোটেলের মধ্যে জেলা প্রশাসনের অনুমতি পত্রের কাগজ না থাকায় এই জরিমানা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতে কোন পর্যটক হয়রানি হলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পুরান ঢাকায় ৪ কারখানায় ২৫ লাখ টাকার নকল প্রসাধনী ধ্বংস
রাজধানীর চকবাজার ও লালবাগ এলাকায় বিএসটিআইয়ের অনুমোদনহীন, মেয়াদউত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনী তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী তৈরির অভিযোগে ৪টি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় ২৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী ধ্বংস করে র্যাব। বৃহস্পতিবার (৪ মার্চ) মধ্যরাত পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে বিএসটিআইয়ের টিম ও র্যাব-২-এর টিম সহযোগিতা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজশিক্ষক ইভান রিমান্ডে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশ্বরদীর পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক রাজিবুল আলম ইভানের (৫২) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং তার চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার কলেজশিক্ষক রাজিবুল আলমের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীমের আদালতে আসামিকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ময়মনসিংহের রুবেল হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার রিমান্ডের আবেদন
ময়মনসিংহ নগরীর জেলখানার চরে রুবেল হত্যাকান্ডে তার স্ত্রী জান্নাতুল মিম আখিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মুক্তাগাছার কাঠবউলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে দিদারুল ইসলাম রুবেলের মৃতদেহ বুধবার রাতে ময়মনসিংহ নগরীর জেলাখানার চর বাধ এলাকা থেকে উদ্ধার করে কোতোয়ালী পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মোখলেছুর রহমান কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৫, তাং ৪/৩/২০২১ দায়ের করে। নিহতের পরিবার জানায়, জান্নাতুল মীম আখির সাথে প্রায় একযুগ আগে রুবেলের বিয়ে হয়।
মোটরসাইকেলে জেলার গণ্ডি পেরোতে পারবে না পুলিশ
মোটরসাইকেলে পুলিশে কর্মরত কোনও ব্যক্তি সরকারি কাজে, ব্যক্তিগতভাবে কিংবা ছুটিতে এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করতে পারবে না। এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদফতর। পুলিশ সদরদফতর সূত্র বলছে, সম্প্রতি পুলিশ সদস্যদের প্রায়ই সরকারি ও ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ করতে দেখা যায়। এতে অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা নিহত হচ্ছেন। মূলত এ কারণেই এই নিষেধাজ্ঞা। কোনও পুলিশ সদস্য এই নির্দেশনা অমান্য করলে, তা মারাত্মক শৃঙ্খলাপরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি কনফিডেন্সিয়াল আব্দুল্লাহীল বাকী স্বাক্ষরিত নির্দেশনা গত ২৪ ফেব্রুয়ারি পুলিশের সকল ইউনিট প্রধানদের জানানো হয়। এর তিন দিন আগে ২১ ফেব্রুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগলে এইচ এম রনি ওরফে হাদী রনি নামে এক পুলিশ সদস্য নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী আহত হন।
নাসিরের স্ত্রী তামিমাকে জেরা করবে পিবিআই
ডিভোর্স দেওয়ার পরও পাসপোর্টে আগের স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করেছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ফলে তামিমার পাসপোর্ট ও ডিভোর্স পেপারের তথ্যের মাঝে গরমিলের সৃষ্টি হয়েছে। এটা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ডিভোর্সের পরও তামিমা কেন স্বামী হিসেবে রাকিবের নাম লিখেছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত রাকিবের দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ জন্য শিগগির তামিমাকে পুলিশের জেরার মুখোমুখি হতে হবে। গত ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তামিমা যে কাগজ দিয়েছেন তাতে দেখা যায়, তিনি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে ‘স্ত্রী কর্তৃক তালাক নোটিশ’ দিয়েছেন। কিন্তু পুলিশ বলছে—২০১৮ সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসেবে তিনি রাকিবের নামই উল্লেখ করেন।
ফের রিমান্ডে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম এ আদেশ দেন। দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির রিমান্ড শুনানি করেন।
দুর্নীতির ৪৫ অভিযোগ তদন্ত করতে বেরোবি অাসছে ইউজিসি
বেরোবি'র উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ’র অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৪৫টি অভিযোগ তদন্তে ১৪ মার্চ ক্যাম্পাসে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত দল। ওইদিন দালিলিক প্রমাণসহ স্বাক্ষীদের উপস্থিত রাখার জন্য ইউজিসি’র দেয়া চিঠি মঙ্গলবার (২ মার্চ) হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক। তদন্ত দল ওইদিন স্বশরীরে উপস্থিত থেকে সরেজমিনে পরিদর্শন ও সাক্ষাতকার গ্রহণ করবে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বরাবরে অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।
সখীপুরে কল্যাণ তহবিলের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অধীনস্থ কল্যাণ তহবিলের সভাপতি বিরুদ্ধে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা নানা অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাতের ঘটনায় ফুঁসে ওঠেছেন সংগঠনের ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী। ইতোমধ্যে সভাপতির পদ থেকে তাকে অব্যহতি দিয়েছেন সংগঠনটি। অভিযুক্ত ওই সভাপতির নাম মো. তুলা মিয়া। তিনি উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠিত সভায় তাকে কল্যাণ তহবিলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভোলায় সন্ত্রাসী মুরাদের আরেক মামলায় ২০ বছর কারাদণ্ড
ভোলার চরফ্যাশনে ২১ মামলার আসামি সন্ত্রাসী মুরাদ হোসেনকে ২০ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আজিজ, ইউছুপ ও ফুয়াদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে চরফ্যাশন উপজেলা হাজিরহাট চোমুহনী খেয়া পারাপারের ইজারা নিয়ে মতিন মেম্বরের কাছে মুরাদ তার সহযোগীদের নিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
ভারতীয় প্যারাসুট, কুমারিকা ও ডাবর আমলা তৈরি হয় পুরান ঢাকায়!
ভারতী ব্র্যান্ড প্যারাসুট, কুমারিকা ও ডাবর আমলা আর দেশি ব্র্যান্ড কিউট নারিকেল তেল কিংবা মেরিল গ্লিসারিন সবই তৈরি হচ্ছে পুরান ঢাকার সাতরওজা এলাকার একটি আবাসিক ভবনে। আর সেসব পণ্য শুধু ঢাকায় নয় সারাদেশেই ডিলারের হাত ধরে সেসব পণ্য চলে যাচ্ছে গ্রাহকের হাতে। ওই আবাসিক ভবনে এসব ব্র্যান্ডের পণ্য তৈরির কারখানা গড়ে তুলেছেন নুরুজ্জামান কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (০৪ মার্চ) গোয়েন্দা তথ্যের এমন অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে বিএসটিআই'র অনুমোদনহীন ওই নকল প্রসাধনী কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সিলেট ভ্রাম্যমাণ আদালত: মামলা, অর্থদণ্ড
নগরীর কাষ্টঘর এলাকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এসময় বকেয়া হোল্ডিং ট্যাক্স, দোকান ভাড়া ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ২ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়েছে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পুলিশ তাদেরকে সহযোগীতা করে।
শিশুদের অপরাধ যতই গুরুতর হোক, সাজা ১০ বছরের বেশি নয়
শিশুদের অপরাধ যতই গুরুতর হোক না কেন, তাদেরকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. সওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বৃহত্তর হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর এই রায় প্রকাশিত হয়। রায়ে ৫টি পর্যবেক্ষণ দিয়েছেন, সেগুলো হলো- শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ জুবেনাইল বিচার পদ্ধতির ধারণার পরিপন্থী। নিউরোসায়েন্স এবং সাইকোলজিকাল গবেষণা অনুযায়ী, শিশুরা তাদের কর্মের পরিণতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল নয়। শিশুরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। বস্তুত, ব্রেনের যে অংশ আবেগ ও যৌক্তিকতা নিয়ন্ত্রণ করে, শিশু অবস্থায় ব্রেনের সে অংশ পরিপক্ক হয় না। শিশুরা স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিণতি সম্পর্কে সম্যক ধারণা রাখে না। কোনো কোনো ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়ার প্রলোভনে শিশুরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়ে যায়।
ভুয়া জামিননামা তৈরির ঘটনায় যুবলীগ নেতাসহ ১৬ জন কারাগারে
ভুয়া জামিননামা তৈরির ঘটনায় উচ্চ আদালতের (হাইকোর্ট) গ্রেপ্তারের নির্দেশনা দেওয়ার ৯দিন পর বগুড়ার যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আমিনুল ইসলামসহ ১৬ জনকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন তারা। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আসমা মাহমুদ এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নাফ নিশ্চিত করেছেন।
রংপুরে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়ারীর জরিমানা
রংপুরে ৫ জুয়াড়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বিকেলে নগরীর শাপলা চত্ত্বর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে জরিমানা করা হয়। জুয়া প্রতিরোধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা। অভিযানে র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।