আদালতের রায় বাস্তবায়ন না করায় জেলা প্রশাসককে শোকজ
অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন না করায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি আজ বৃস্পতিবার সকালে নিশ্চিত করেছেন সরকার পক্ষের জিপি মীর রফিকুল ইসলাম আজম ও অপর পক্ষের আইনজীবী মুহা. মাহবুব আলম কবির। অর্পিত মামলা ও রায়ের ডিক্রি অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা হতে অবমুক্ত করে রেকর্ড করে না দেয়ায় সংক্ষুব্ধ হয়ে জনৈক আবদুর রাজ্জাকের করা আবেদনের প্রেক্ষিতে অদালতের বিচারক এ আদেশ দেন।
ফের পেছাল শাহীন শাহ হত্যার মামলার রায়
ফের পেছাল শাহীন শাহ হত্যার মামলার রায়। চলতি বছরের আগামি ৪ এপ্রিল এই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল নগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এ নিয়ে চতুর্থবারের মতো রায় ঘোষণার দিন পেছাল। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশনের আগেই দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পেয়েছিলেন পিকে হালদার
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের চিঠি ইমিগ্রেশন বিভাগে পৌঁছানোর আগেই তথ্য পেয়েছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার। মঙ্গলবার (২ মার্চ) সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানান। তিনি বলেন, পিকে হালদারের দেশত্যাগের বিষয়ে হাইকোর্টকে তথ্য জানিয়েছে ইমগ্রেশন বিভাগ। তারা জানিয়েছে, পিকে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে দুদক ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছিলো।
স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
অস্ত্র আইনের মামলার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ মার্চ নতুন দিন রেখেছে আদালত। রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম নতুন দিন ধার্য করেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল জানান। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী গত ১১ জানুয়ারি তুরাগ থানার এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। সেখানে রাষ্ট্রপক্ষে ১৩ জনকে সাক্ষী করা হয়। ‘অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার তুরাগ এলাকা থেকে গাড়িচালক মালেককে গ্রেপ্তার করে র্যাব।তখন তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি টাকার জাল নোট উদ্ধারের কথা জানানো হয়।
ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা: তদন্ত প্রতিবেদন জমা পড়েনি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি। প্রতিবেদন জমা দেওয়ায় জন্য আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াছমিন আরা নতুন এ দিন ধার্য করেন। এর আগে, ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলাটি করেন। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একই শিক্ষার্থী কোতোয়ালি থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে এই ছয় জনের বিরুদ্ধে আরেকটি মামলাটি দায়ের করেন।
যশোর পৌরসভা নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন নিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু ও পংকজ কুমার কুন্ডু। এর আগে ১৮ই ফেব্রুয়ারি সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
দুর্নীতির মামলায় বাবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলামের আদালতে এ মামলার পুনরায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন রাষ্ট্রপক্ষ আদালতে কোনও সাক্ষী হাজির করেনি। পরে আদালত সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন। এদিন কারাগারে থাকা বিএনপির সাবেক এ নেতাকে আদালতে হাজির করা হয়। এর আগে, গত ২১ জানুয়ারি মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল।
গ্রামীণফোনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন ২৫ মার্চ
গ্রাহকদের তথ্য প্রতারক চক্রের কাছে পাচারের অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ মার্চ ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেন। এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করে পুলিশ। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য পাচার করায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এ ঘটনায় দু'জন গ্রেফতার রয়েছেন।
নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছালো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আবার পেছালো। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত প্রতিবেদনের জন্য নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোতোয়ালি থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ মামলায় ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়।
Avijit Murder: 5 Ansar al-Islam men to walk the gallows, 1 sentenced to life
Leaders and members of banned militant outfit Ansar al-Islam have been sentenced to death and another to life in prison over the brutal murder of writer-blogger Avijit Roy -- six years after the horrific incident that left the nation reeling from shock and fear. Judge Md Majibur Rahman of Dhaka’s Anti-Terrorism Special Tribunal delivered the verdict on Tuesday noon, with four of the convicts on the dock. The judge also fined each of the convicts Tk50,000. The six convicts are sacked Bangladesh Army major Syed Ziaul Haque alias Major Zia; Abu Siddique Sohel; Mozammel Hossain; Arafat Rahman, Shafiur Rahman Farabi, and Akram Hossain. Only Farabi was sentenced to life in jail. Two more years will be added to his jail term if he fails to pay the fine. Of the six, Zia and Akram are still on the run. The prosecution team expressed its satisfaction over the verdict. But the defence counsels said they would move the High Court against the judgment.
একই পরিবারের চারজনকে হত্যায় ৬ আসামির ফাঁসি
কুড়িগ্রামে একই পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এক আসামি পলাতক রয়েছেন। এদিকে রায় শুনে পাঁচ আসামি বিক্ষুব্দ হয়ে আদালতে কাঠগড়ার গ্লাসে ভাঙচুর চালায়। এসময় পরিস্থিতি সামাল দেয় পুলিশ। জেলা আদালতের পিপি এস এম আবরাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবা-মাসহ পাঁচজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক ছিদ্দিক মিয়া (৩৮) হত্যা মামলায় জুয়েল মিয়া (২৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তার বাবা জজ মিয়া, মা রহিমা খাতুন, ছোট ভাই কাঁকন মিয়াসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাই বাজিতপুর উপজেলার বড়মাইপাড়া হিলচিয়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জয়নাল আবেদীনের ছেলে মাহবুব হাসান রঞ্জু ও মৃত মজলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম। সাইফুল ও কাঁকন পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।
অভিজিৎ হত্যা মামলার রায় কাল
বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা মামলার রায় হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বেলা ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ মামলার উগ্রপন্থি ছয় আসামির সবার সর্বোচ্চ শাস্তি চেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি বলেই তাদের বিশ্বাস। এ মামলার আসামিরা হলো সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস্), আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবী।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ-হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪ মার্চ
রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এরআগে, ৩১ জানুয়ারি চার জনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত তরুণীর বাবা। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকালে মর্তুজা রায়হান ভুক্তভোগী তরুণীকে নিয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুশুট রেস্টুরেন্টে যান। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান। এরপর ভুক্তভোগীকে আরেক বান্ধবীর বাসায় নিয়ে ধর্ষণ করে রায়হান।
পাপুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের তারিখ পেছালো
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের তারিখ পিছিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রবিবার চার্জশিট দাখিল না করায় আগামী ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেন আদালত। রবিবার ঢাকা সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ পরবর্তী এই তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১১ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে পাপুলসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামিরা হলো, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম। প্রসঙ্গত, গত ৬ জুন এমপি পাপুলকে কুয়েতে গ্রেফতার করে সেই দেশের পুলিশ।