ফের রিমান্ডে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম এ আদেশ দেন। দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির রিমান্ড শুনানি করেন।
দুর্নীতির ৪৫ অভিযোগ তদন্ত করতে বেরোবি অাসছে ইউজিসি
বেরোবি'র উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ’র অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৪৫টি অভিযোগ তদন্তে ১৪ মার্চ ক্যাম্পাসে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত দল। ওইদিন দালিলিক প্রমাণসহ স্বাক্ষীদের উপস্থিত রাখার জন্য ইউজিসি’র দেয়া চিঠি মঙ্গলবার (২ মার্চ) হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক। তদন্ত দল ওইদিন স্বশরীরে উপস্থিত থেকে সরেজমিনে পরিদর্শন ও সাক্ষাতকার গ্রহণ করবে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বরাবরে অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।
সখীপুরে কল্যাণ তহবিলের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অধীনস্থ কল্যাণ তহবিলের সভাপতি বিরুদ্ধে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা নানা অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাতের ঘটনায় ফুঁসে ওঠেছেন সংগঠনের ৬ শতাধিক শিক্ষক-কর্মচারী। ইতোমধ্যে সভাপতির পদ থেকে তাকে অব্যহতি দিয়েছেন সংগঠনটি। অভিযুক্ত ওই সভাপতির নাম মো. তুলা মিয়া। তিনি উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠিত সভায় তাকে কল্যাণ তহবিলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কক্সবাজারে দুদকের হাতে গ্রেফতার এডভোকেটসহ দুজনের ৫ দিনের রিমান্ড
কক্সবাজারে জমি অধিগ্রহণ মামলায় দুদকের হাতে গ্রেফতার এড. নূরুল হককে জামিন দিয়েছেন আদালত। বুধবার বেলা ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাঈল হোসেন তার জামিন মঞ্জুর করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় তাকে জামিন দেন আদালত। তবে তার সহযোগী ইদ্রিস সিআইপির জামিন নামঞ্জুর করেছেন। তবে দুইজনকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুদকের আইনজীবী আবদুর রহমান এই তথ্য জানান।
পাপুলের শূন্য আসনে নির্বাচন ১১ এপ্রিল
কুয়েতে দণ্ডপ্রাপ্ত হয়ে এমপি পদ হারানো মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে (লক্ষ্মীপুর-২) উপ-নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ৭৭তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন। এতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
দুদকের তদন্তকারি কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগের অডিও-ভিডিও চেয়েছে হাইকোর্ট
মামলা অনুসন্ধানে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের অডিও ভিডিও থাকালে সেটি আদালতে দাখিল করতে বলেছে হাইকোর্ট। আগামী ৭ মার্চ দাখিল করতে বলেছে আদালত। ওই দিন এ বিষয়ে শুনানি করে আদেশের জন্যও রেখেছেন আদালত। মঙ্গলবার (২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আজ মঙ্গলবার এই শুনানি শুরু হয়। ১৮ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক শেখ হাফিজুর রহমান। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়ার পক্ষে তিনি আজ আদালতে হাজিরা দিয়েছেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠনের আংশিক শুনানিতে অংশ নিয়েছেন। ১৮ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ রেখেছেন আদালত।
ইমিগ্রেশনের আগেই দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পেয়েছিলেন পিকে হালদার
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের চিঠি ইমিগ্রেশন বিভাগে পৌঁছানোর আগেই তথ্য পেয়েছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার। মঙ্গলবার (২ মার্চ) সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানান। তিনি বলেন, পিকে হালদারের দেশত্যাগের বিষয়ে হাইকোর্টকে তথ্য জানিয়েছে ইমগ্রেশন বিভাগ। তারা জানিয়েছে, পিকে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে দুদক ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছিলো।
দুই ঘণ্টা আগেই দেশ ত্যাগ করেছিলেন পিকে হালদার!
প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ২০১৯ সালে অল্পের জন্য ইমিগ্রেশন পুলিশের হাত থেকে ফসকে গিয়েছিলেন। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় দেওয়া দুর্নীতি দমন কমিশনের চিঠি ইমিগ্রেশন পুলিশ হাতে পাওয়ার দুইঘণ্টা নয় মিনিট আগেই পিকে হালদার বেনাপোল দিয়ে বিদেশ চলে যান। আর এ ঘটনাটি ঘটেছিলো ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেলে। আজ সোমবার এমন তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত বছরের ১৮ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
রাজশাহীতে দুদকের মামলায় কারাদন্ড ও অর্থদন্ড
রাজশাহীতে দুদকের মামলায় ইনজামুল হককে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ছয় লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ রাজশাহী বিভাগের বিভাগীয় স্পেশাল জজ আসামী ইনজামুল হককে এ সাজা দেন। ইনজামুল হক রাজশাহী গোদাগাড়ির মাদারপুর গ্রামের একরামুল হকে ছেলে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাপাহার জোনের সহকারী মেকানিক। জানা যায়, জালিয়াতির মাধ্যমে সরকারের ৬ লক্ষ ১০ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে সাপাহার থানায় ২০০৮ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরতে সরকারের নিস্ক্রীয়তা নিয়ে হাইকোর্টের রুল
বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হওয়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিস্ক্রীয়তা কেন বেআইনি হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পানামা পেপারসে নাম আসা অর্থ পাচারকারী বাংলাদেশীদের বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, তাও জানাতে রুল দিয়েছেন আদালত। পাশাপাশি বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
অস্ত্র আইনের মামলার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ মার্চ নতুন দিন রেখেছে আদালত। রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম নতুন দিন ধার্য করেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল জানান। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী গত ১১ জানুয়ারি তুরাগ থানার এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। সেখানে রাষ্ট্রপক্ষে ১৩ জনকে সাক্ষী করা হয়। ‘অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার তুরাগ এলাকা থেকে গাড়িচালক মালেককে গ্রেপ্তার করে র্যাব।তখন তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি টাকার জাল নোট উদ্ধারের কথা জানানো হয়।
পি কে হালদারের ৭০৮০ শতাংশ জমি জব্দের আদেশ
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পি কে হালদারের তদন্তের অংশ হিসেবে তার ৭ হাজার ৮০ শতাংশ জমিসহ একটি ১০তলা ভবন জব্দে আদালত থেকে আদেশ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের এক আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন বলে কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পি কে হালদারের বিষয়ে তদন্তের স্বার্থে তার অবৈধ সম্পদ জব্দের জন্য আমরা আদালতে তিনটি আবেদন করেছিলাম। বিষয়টি আমলে নিয়ে আদালত ওই সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার ৫৯৫০ শতাংশ জমি জব্দের আদেশ পেয়েছি। এর আগেও পি কে হালদারের আরও সম্পত্তি জব্দ হয়েছে। সব মিলিয়ে ৭০৮০ শতাংশ বলে জানান তিনি।
ACC confiscates huge properties of PK Halder
The Anti-Corruption Commission on Thursday confiscated properties in the name of former NRB Global Bank Limited managing director Prasanta Kumar Halder, including about 7,080 decimals of land. The commission investigator M Salahuddin confirmed New Age that he had recently seized hundreds of deeds from Narayangaj area relating to the properties. He said that he seized the properties following a court order on the day while the price of the properties is yet to be estimated. He said that there were huge lands in Narayanganj, Narsingdi, and Dhaka. Of the properties, the investigator also confiscated a 10-storey building at Uttara in the capital.