পৌরসভায় নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কালাম আজাদসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকোলে পৌরসভার শেখ রাসেল অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি হিসেবে মেয়র বলেন, একজন নেতার কাজ হবে মানুষের পাশে থাকা। সুখে-দুঃখে বিপদে-আপদে সর্বদায় জনকল্যাণে কাজ করতে হবে।
গোপালপুরে পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত ভ্যানচালক
টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া ভ্যানচালক খলিলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ডুবাইল বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, আওয়ামী লীগনেতা রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ৷
মোহামেডানের নির্বাচন আজ
দীর্ঘ ৯ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাভুটির মাধ্যমে সফল ও ঐতিহ্যবাহী ক্লাবটির নতুন কমিটি নির্বাচিত হবে আজ। সভাপতি পদে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)। তাই ২০ জন প্রার্থীর মধ্য থেকে ১৬ জন পরিচালককে নির্বাচিত করবেন ৩৩৭ জন ভোটার। হোটেল লা মেরিডিয়ানে দুপুর দু’টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তার আগে হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা।
খুলনায় ইউপি নির্বাচনে আ'লীগের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠার পূর্বেই আ'লীগের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের প্যানেল তৈরীতেই গঠণতন্ত্র পরিপন্থী উপায়ে যোগ্য ও বিগত দিনে নৌকা প্রতীকের প্রার্থীদের বাদ দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দাকোপের লাউডোব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
পাপুলের শূন্য আসনে নির্বাচন ১১ এপ্রিল
কুয়েতে দণ্ডপ্রাপ্ত হয়ে এমপি পদ হারানো মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে (লক্ষ্মীপুর-২) উপ-নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ৭৭তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন। এতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সিলেট বিভাগে ভোটার বেড়েছে সোয়া ৫ লাখ
সিলেট বিভাগে গত দুই বছরে ভোটার বেড়েছে প্রায় সোয়া ৫ লাখ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম ভোটার বেড়েছে হবিগঞ্জে। জাতীয় ভোটার দিবসে এ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিলেট আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের তথ্যমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সিলেট বিভাগে মোট ভোটার ছিল ৬৬ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে শুধু সিলেটেই মোট ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার ৩১৪ জন। গত দুই বছরে ভোটার বেড়েছে ৫ লাখ ২১ হাজার ৬৪৭ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার বেড়েছে সিলেট জেলায়।
বগুড়ায় ভোটার দিবস পালিত
''বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়'' এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোট ২ এপ্রিল
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২ এপ্রিল। আজ মঙ্গলবার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তিনি নিজেও সময়ের খবরকে তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার আপত্তি/আবেদন গ্রহণ করা হবে ৮ মার্চ। এরপর আগামী ১১ মার্চ জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
স্থানীয় নির্বাচন এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে: মাহবুব তালুকদার
স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তৃতীয় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, ‘তৃতীয় জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়”। আমার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দবন্ধ বলে মনে হয়। যিনি ১৮ বছরে সদ্য পদার্পণ করলেন, তিনি দেশের একজন পরিপূর্ণ নাগরিক হিসেবে অভিষিক্ত হলেন। স্বভাবতই দেশ সম্পর্কে আগ্রহ, উপলব্ধি ও উৎসাহ তার মনে নতুনভাবে রেখাপাত করবে। ভোটার হওয়ার মাধ্যমে তিনি যে স্মার্ট কার্ডটি পাবেন, তা জীবনব্যাপী তার আত্মপরিচয়ের স্মারক। এ জন্য আজ নতুন ভোটারদের সকলকে অভিনন্দন জানাই। ভোটার হওয়ার মধ্য দিয়ে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন
ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে মঙ্গলবার (২ মার্চ) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা থেকে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন। এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ৪২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
জয়পুরহাট পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী ৯১ প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ৪২ জনের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। ৫ম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (২৮ ফেব্রুয়ারি) জয়পুরহাট পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, জয়পুরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তিন মেয়র, দুই মহিলা কাউন্সিলরসহ ৪২ জনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত
‘বয়স যদি আঠারো হয়/ ভোটার হতে দেরি নয়’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনাতেও জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ। উদ্বোধনীয় পর্বের পর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।
নান্দাইল পৌরসভা নির্বাচনে রফিকউদ্দিন ভুঁইয়া মেয়র নির্বাচিত
নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন ভূইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘোষণা দেন। নৌকা প্রতীকের রফিক উদ্দিন ভূইয়া পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭ শত ৪৯ ভোট। নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, ২নং ওয়ার্ডে শফিকুল ইসলাম ভূইয়া, ৩নং ওয়ার্ডে অলিউল্লাহ অলি, ৪নং ওয়ার্ডে আহসান উল্লাহ সরকার, ৫নং ওয়ার্ডে রফিকুজ্জামান মনির।
সিংগাইরে দুবারের নির্বাচিত মেয়রপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রোববার অনুষ্ঠিত সিংগাইর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়ের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর আগে মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনেও মেয়র পদে বিএনপির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। নির্বাচনী আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। টানা দুবারের বিপুল ভোটে বিজয়ী হওয়া মেয়র জয়ের জামানত বাজেয়াপ্ত হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, তার জামানতের এই টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে চলে যাবে। তিনি ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, নির্বাচনী আইনে কোনো প্রার্থী যদি কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পান, তা হলে তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়।