রেফারিকে ঘুষি মেরে ফুটবলার নিষিদ্ধ
গুয়াতেমালার তৃতীয় বিভাগের ক্লাব সান লোরেঞ্জো জোগো ফুটের খেলোয়াড় এরিক অ্যান্থনি গার্সিয়া রেফারিকে আক্রমণের কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। লিগ ডিসিপ্লিনারি কমিটি একই সঙ্গে গার্সিয়াকে ১০৮ ইউরো জরিমানাও করেছে। রবিবার সান মারকোসে টিবিউরোনস এফসির বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে গার্সিয়াকে একটি ফাউলের অপরাধে লাল কার্ড দেখানো হয়। প্রথমে সতীর্থরা মিলে এর প্রতিবাদ করলেও হঠাৎ করেই গার্সিয়া দায়িত্বরত রেফারির দিকে হেঁটে গিয়ে তার মুখে ঘুষি মারেন। পুরো ঘটনাটি মাঠে উপস্থিত এক সমর্থক তার মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো তৃতীয় বিভাগের কোনো খেলোয়াড়কে শাস্তি দিতে বাধ্য হলো লিগ ডিসিপ্লিনারি কমিটি।
রিয়ালের জয় চান বার্সা কোচ!
ক্লাব ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াইটা প্রায়ই এই দুই দলের মধ্যেই হয়। অথচ রিয়াল মাদ্রিদের জয় চাইছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। মূলত নিজেদের স্বার্থের কারণেই এখন রিয়ালের পক্ষে নিজের সমর্থন রাখছেন বার্সা কোচ। রোববার মাদ্রিদ ডার্বি ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রিয়ালের পক্ষেই থাকবে তার সমর্থন। লা লিগার চলতি মৌসুমে একক আধিপত্য দেখাচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়াল-বার্সার চেয়ে এখনো ৫ পয়েন্টে এগিয়ে অ্যাতলেতিকো। এই ব্যবধান আরও কমানোর সুযোগ রোববারের ম্যাচে। অ্যাতলেতিকোর বিপক্ষে রিয়াল জিতলেই শিরোপা সম্ভাবনা বাড়বে বার্সা ও রিয়ালের।
লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মেসি
লা লিগার চলতি মৌসুমে প্রথমবারের মতো ‘মাসের সেরা’ খেলোয়াড় নির্বাচিত হলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত ফেব্রুয়ারি মাসে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই স্বীকৃতি পেলেন বার্সা দলপতি। ফেব্রুয়ারি মাসে লা লিগায় ৭ গোল করেছেন মেসি, যা জানুয়ারির চেয়ে ২ গোল বেশি। গত মাসে লা লিগায় মেসির চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের অ্যালেকজান্ডার আইসাক একমাত্র খেলোয়াড় যিনি ৪ গোলের বেশি করেছেন। মেসির দুর্দান্ত ফর্ম থাকায় গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে কাতালানরা। সবগুলো ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছেন মেসি।
মাঠের খেলায় তলানিতেই আরামবাগ-ব্রাদার্স
অনলাইন বেটিংয়ে সম্পৃক্ততার অভিযোগ ওঠা ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্লাব মাঠের খেলায় তলানিতেই পড়ে আছে। শুক্রবার আরামবাগ লিগে ১১তম ম্যাচ হেরেছে রহমতগঞ্জের কাছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ৪-১ গোলে জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। আরামবাগ নিজেদের নবম ম্যাচে একটি মাত্র ড্র পেয়েছিল বারিধারার সঙ্গে, আর সব হার। ব্রাদার্সও প্রথম পর্বের শেষ ম্যাচে কাল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৪ গোল হজম করেছে। লিগে দুটি ড্র আছে তাদের, আর একটি মাত্র জয়, সেটিও আরামবাগের বিপক্ষে। ফলে ১৩ দলের লিগে ৫ পয়েন্ট নিয়ে তারা দ্বাদশ স্থানে, ১ পয়েন্ট নিয়ে আরামবাগ সবার নিচে।
বড় জয়ে লিগের প্রথম পর্ব শেষ করল সাইফ ও রহমতগঞ্জ
বড় জয় দিয়েই প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করল সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ৪-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। অন্যদিকে মুন্সিগঞ্জে আরামবাগকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। হেড কোচ পল পুট বিদায় নেয়ার পর সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে ভালোই ছুটছে সাইফ। তার কোচিংয়ে টানা দ্বিতীয় জয় পেলো সাইফ স্পোর্টিং ক্লাব। কালও জয়ের ধারায় থাকার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সাইফ স্পোর্টিং। তবে বড় ব্যবধানে হারবে ব্রাদার্স, সেটা কল্পনাও করতে পারেনি তারা।
ফিরলেন, জয় করলেন এবং ছিটকে গেলেন পিকে
ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে। ওই ইনজুরি কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। ফেরাটা দারুণভাবে রাঙিয়ে তোলেন কাতালান রক্ষণভাগের নেতা। কোপা দেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান পিকে। অতিরিক্ত সময়ে গোল করে মার্টিন ব্রাথওয়েট দলকে তুলে নেন ফাইনালে। কিন্তু ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে আবার ছিটকে গেছেন জেরার্ড পিকে। ডান পায়ের হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন তিনি। পিকে কতদিন মাঠের বাইরে থাকবেন বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। জেরার্ড পিকে তাই লিগে গুরুত্বপূর্ণ ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না। পিএসজির মাঠে আগামী ১০ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও খেলা হবে না তার।
উত্তর বারিধারাকে হারিয়ে দুইয়ে আবাহনী
উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ঢাকা আবাহনী। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো মারিও লেমোসের দল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে আবাহনী। ১২ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আবাহনী। সমান ম্যাচে শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৩৪। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।
পুলিশের জালে শেখ রাসেলের গোল উৎসব
পুলিশ এফসিকে ৫-০ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পুলিশের জালে রীতিমত গোল উৎসব করেছে সাইফুল বারী টিটুর দল। এই নিয়ে তিন হার ও এক ড্রয়ের পর জয়ে শেখ রাসেলের ১২ ম্যাচে পয়েন্ট দাঁড়ালো ২০-এ। আর তাতেই পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এলো ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। আর টানা দুই ম্যাচে হারা পুলিশ ১২ পয়েন্ট নিয়ে আছে আটে। আর ১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বসুন্ধরা কিংস। দিনের আরেক ম্যাচে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৩ পয়েন্ট নিয়ে আছে তিনে।
Barca reach Copa final with epic comeback win over Sevilla
Barcelona pulled off a stirring comeback to overturn a two-goal deficit and reach the Copa del Rey final, beating Sevilla 3-0 after extra time in Wednesday's semi-final second leg to go through 3-2 on aggregate. Danish forward Martin Braithwaite grabbed the decisive goal with a scrappy diving header early in the extra period after Ousmane Dembele had given Barca the lead in the 12th minute and Gerard Pique had levelled the tie deep in added time, moments after Fernando had been sent off for Sevilla. Sevilla, who won the first leg at home 2-0, deployed uncharacteristically negative tactics yet they wasted a glorious chance to make it 1-1 in the second half and effectively kill the tie when Lucas Ocampos squandered a penalty. Barca will meet either Levante or Athletic Bilbao in the final in Seville on April 17, looking to lift the Copa del Rey for a record-extending 31st time.
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা
নাটকীয়তা-রোমাঞ্চ-উত্তেজনার ষোলো ভাগই উপস্থিত ছিল ম্যাচটিতে। আর তেমন এক ম্যাচে অতিরিক্ত সময়ে ১০ জনের দল পড়া সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ফাইনালে যেতে হলে ৩-০ গোলে জিততে হতো বার্সাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে সেমির ফিরতি লেগে সেই অসাধ্য সাধনই করেছে কাতালান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠেছে বার্সা।
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
তারকা খেলোয়াড়দের অনেকের অনুপস্থিতিতে বোর্দোর মাঠে কোনোমতে জিতল পিএসজি। কষ্টের জয়ে উঠে এলো লিগ ওয়ানের দুই নম্বরে। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে মাওরিসিও পচেত্তিনোর দল জিতেছে ১-০ গোলে। চোটের জন্য নেই নেইমার, আনহেল দি মারিয়া। কার্ডের খারায় খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। তাদের অনুপস্থিতি প্রবলভাবেই অনুভব করল পিএসজি। তবে পাবলো সারাবিয়ার গোলে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে তারা।
আমি না জিতলে মেসি বার্সা ছাড়বে: লাপোর্তে
হুয়ান লাপোর্তের বিশ্বাস, বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি যদি না জিতেন তবে ক্যাম্প ন্যু ছাড়বেন লিওনেল মেসি। এই মাস শেষে হতে যাচ্ছে ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচন। তাতে প্রেসিডেন্ট পদের জন্য লাপোর্তে ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও দু’জন। ভিক্তর ফন্ত এবং টনি ফ্রেক্সিয়া। তবে ০৮ মার্চের নির্বাচন জিতে দ্বিতীয়বারের মতো ক্যাম্প ন্যুর প্রেসিডেন্ট হতে বেশ প্রচার চালিয়ে যাচ্ছেন লাপোর্তে। তারই অংশ হিসেবে বাকি দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক বিতর্ক অনুষ্ঠানে এই স্প্যানিশ রাজনীতিবিদ জানান, কেবল তিনি নির্বাচিত হলেই মেসি কাতালোনিয়ায় থাকার চুক্তিটা বাড়াবেন। লাপোর্তে বলেন, আমি নিশ্চিত, আমি ছাড়া অন্য কেউ জিতলে, মেসি ক্লাবে থাকবে না। আমার সঙ্গে তার ভাল সম্পর্ক আছে, আমরা দু’জন দু’জনকে সম্মান করি। আমরা ক্লাবের পরিস্থিতি বিবেচনা করে তাকে একটি প্রস্তাব দেবো।
Pele gets Covid vaccine, hails 'unforgettable' day
Brazilian football great Pele, 80, received a Covid-19 vaccine Tuesday, a moment he described as "unforgettable" while urging people not to let down their guard against the deadly virus. "Today was an unforgettable day. I received the vaccine!" the man considered one of the greatest footballers of all time wrote on his Instagram account. The message included a photo of Pele wearing a mask and giving a thumbs-up while he received his shot. "The pandemic is not over. We must remain disciplined to save lives because many people have not yet been vaccinated," he wrote, and advocated mask-wearing, social distancing and hand-washing as virus protection.
Jesus hits double as rampant Man City go 15 points clear with Wolves win
Gabriel Jesus struck twice as Manchester City beat Wolverhampton Wanderers 4-1 on Tuesday to move 15 points clear at the top of the Premier League with their 21st straight win in all competitions. City, storming towards their third league title in four years, scored three late goals to wrap up victory and move onto 65 points with 11 games left to play ahead of Manchester United on 50 points with a game in hand. United are at Crystal Palace on Wednesday before facing City at the Etihad Stadium in the Manchester derby on Sunday. City's latest win equals their club record run of 28 games unbeaten in all competitions, set between April and December 2017. The margin of defeat was a little harsh on a Wolves side who were on level terms at the 80-minute mark but City's late surge did reflect their dominance of the game.
মুক্তিযোদ্ধাকে ২-০ হারালো মোহামেডান
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। সাদা কালো শিবিরের এটা পঞ্চম জয়। এই জয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে। সাইফ স্পোর্টিংয়েরও সমান ১৯ পয়েন্ট কিন্তু গোল ব্যবধানে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ খেলতে নেমেছিল নিষেধাজ্ঞা নিয়ে। মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরি প্রিন্স তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। নিষেধাজ্ঞা থাকায় ডাগ আউটে থাকতে পারেননি এই সংগঠক।