Mahbub Talukdar works for own benefit, not Election Commission’s: CEC
Election Commissioner Mahbub Talukdar is doing whatever necessary to disgrace and undermine the current Election Commission, Chief Election Commissioner KM Nurul Huda said today. He said this following Mahbub Talukdar's speech at National Voters' Day programme at the auditorium of Bangladesh Nirbachon Bhaban today. The CEC also accused Mahbub -- present at the programme at the time -- of undermining the commission for his own benefit. "Mahbub Talukdar has made political remarks on the occasion of National Voters' Day," he stated. "He does not work for the benefit of the country's Election Commission," CEC said.
কমিশনকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার মাহবুব তালুকদার সবই করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন। আজ নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সব শেষে বক্তব্য রাখেন সিইসি। এর আগে মাহবুব তালুকদার বক্তব্য দেন। কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সাহেব নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর থেকে অভ্যাসগতভাবে ইসির যা কিছু নেতিবাচক দিক পকেট থেকে একটি কাগজ বের করে পাঠ করেন। আজও এর ব্যতিক্রম হয়নি। ভোটার দিবস উপলক্ষে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
আমরা দুঃখিত: ইসি সচিব
সদ্য অনুষ্ঠিত পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে সৈয়দপুরে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত। ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন। মো. হুমায়ুন কবীর বলেন, ২৯টি পৌরসভা, চারটি উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছে তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি দেশে যে নির্বাচনটি হয়েছে, তা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচন সঠিক ও প্রতিযোগিতামূলক হচ্ছে : সিইসি
নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে এসব কথা মানতে একেবারেই রাজি না আমি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচনী ৬০ শতাংশের ওপর মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতেই বলা হয় কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। ফলে নির্বাচন সঠিক ও প্রতিযোগিতামূলক হচ্ছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে: সিইসি
সরকারি সব দফতর-সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনা বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই তাদের তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এই নীতিমালাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে।’ ‘শুধু নির্বাচন কমিশন নয়, সরকারি সব প্রতিষ্ঠান, সংস্থা তাদের নীতিমালা বাংলায় নিয়ে আসবে বলে আমি আশা করি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। পরিবর্তন হচ্ছে। আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে।’
সারাদেশেই ভোট ছিল শান্তিপূর্ণ: ইসি সচিব
দেশের বিভিন্ন স্থানে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ শেষে ইসি সচিব হুমায়ুন কবীর বলেছেন, ভালো ভোট হয়েছে। পুরো দেশেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে নরসিংদীতে চারটি কেন্দ্রে, নোয়াখালীর সোনাইমুড়ীর একটি কেন্দ্রে, শরীয়তপুরের ডামুড্যায় দুটিসহ মোট ৭টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। রোববার ৫৫টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব। তিনি চট্টগ্রমের পটিয়ায় নির্বাচনী সংঘাতে প্রাণহানির জন্য তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে দায়ী করেন এবং বলেন হত্যাকাণ্ডের পরও সেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল। হুমায়ুন কবীর বলেন, সেখানে ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। এটা নিঃসন্দেহে দুঃখজনক। প্রার্থীদের মধ্যে মারামারি হয়েছে ভোটকেন্দ্রের বাইরে, এটি ভোট গ্রহণে কোনো প্রভাব ফেলেনি। সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
টিকা নিলেন সিইসি কে এম নূরুল হুদা
নানামুখী গুজব ও শঙ্কা পেছনে ফেলে সারা দেশে উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি চলছে। রবিবার (০৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। অনেক ভিআইপিও টিকা নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের টিকা নেন তিনি। এ সময় টিকা প্রদানের ব্যবস্থাপনা ভালো উল্লেখ করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান সিইসি।
ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ এনে ফের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। একইসঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময়ের সুযোগ দানের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক স্বাক্ষরিত এক চিঠিতে তারা এ দাবি জানান। এর আগে গত বছরের ১৪ই ডিসেম্বর কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদারচণের অভিযোগ এনে প্রেসিডেন্ট বরাবর বিবৃতি দেন তারা। প্রেসিডেন্টের উদ্দেশে তারা বলেন, আমাদের অভিযোগের বিষয়ে সামনাসামনি ভাবে অবগত করার জন্য আপনার সুবিধামতো সময়ে সাক্ষাতের অনুরোধের বিষয়ে আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট ৭০.৪২ শতাংশ: ইসি
তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। এসব পৌরতে ভোটার ছিলেন ১৯ লাখ ৮ হাজার ৬১৫ জন। এর মধ্যে ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রবিবার নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, নির্বাচনে সব চেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজার পৌরসভায়। সেখানে ভোট পড়ার হার ৪১ দশমিক ৮৭ শতাংশ। ওই পৌরসভায় ৪৩ হাজার ৪৪৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৮ হাজার ১৯০ ভোট। অপরদিকে, সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে। সেখানে ভোট পড়েছে ৯২ দশমিক ১৪ শতাংশ। এ পৌরসভায় ১২ হাজার ৬৪০ ভোটারের মধ্যে ১১ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব
তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। মো. আলমগীর বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, সেই হিসেবে বলা যায় এটা নগণ্য। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
CCC polls a model of rigged election: EC Mahbub
Election commissioner Mahbub Talukdar on Thursday termed Chattogram City Corporation polls a model of a rigged election. He said this while addressing a press conference at his office. Mahbub Talukdar said, ‘We could not uphold self-dignity as a democratic nation before the world. Miscreants vandalised Electronic Voting Machines and police vans during the polling day. Such ways of violence should be stopped.’ Earlier on January 24, Mahbub Talukdar said that the commission could not avoid the responsibility for any untoward incident in the election. He also said that CCC polls were the most important election for the rest of the tenure of the current Election Commission.
চসিক নির্বাচনে সহিংসতা কমই হয়েছে: ইসি সচিব
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতা কমই হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। চসিক নির্বাচনে ভোট শেষে বুধবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ভোট নিয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, নির্বাচন নিয়ে আমরা সংবাদমাধ্যমে যা দেখেছি, আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যে রিপোর্ট পেয়েছি-তাতে বলবো নির্বাচন ভালোই হয়েছে। তৃতীয় বিশ্বের মতো একটি দেশে এ ধরনের নির্বাচনে কিছু ঘটনা ঘটে। আমি বলবো সেই হিসেবে সহিংসতা কমই হয়েছে। মাত্র দু’তিনটি কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে। ইসি সচিব বলেন, দুটি কেন্দ্রে শুধু কিছু উচ্ছৃঙ্খল লোক, যারা ইভিএমে ভোট হোক চায় না। তারা আক্রমণ চালিয়েছে। ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোট স্থগিত করা হয়। বাকিগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে।
EC gets new secretary
The government on Tuesday appointed Rajshahi divisional commissioner M Humayun Kabir Khandaker as the Election Commission secretary, replacing Md Alamgir. Alamgir is set go on post retirement leave on February 3. Additional secretary Md Humayun Kabir will replace Humayun Kabir Khandaker as Rajshahi divisional commissioner, said the public administration ministry. The ministry issued three separate orders in this regard. Former Technical and Madrassah Education Division secretary Alamgir was appointed as the Election Commission secretary on May 26, 2019.
নির্বাচন কমিশনের নতুন সচিব হলেন হুমায়ুন কবীর
নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার হুমায়ুন কবীরকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সচিব মো. আলমগীরকে অবসরে যাওয়ার সুবিধার্থে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আরেকটি আদেশ জারি করে সরকার। উল্লেখ্য, সিনিয়র সচিব মো. আলমগীর আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন।
চসিকে ভালো নির্বাচন দেখবেন: ইসি সচিব
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, আশা করি, আগামীকাল একটা ভালো নির্বাচন দেখবেন। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে চসিক নির্বাচনের সবশেষ সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। মো. আলমগীর বলেন, কমিশন থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে যেহেতু রিটার্নিং কর্মকর্তার কাছে সমস্ত দায়িত্ব ন্যস্ত করা আছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর লোক, আমাদের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার এবং যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, তাই ইভিএমের কারিগরি সহায়তা দেওয়ার জন্য সবাই এখন চট্টগ্রামে অবস্থান করছেন। পূর্ণ প্রস্তুতি শেষ। আমরা আশা করি যে, একটা সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে।