পুরস্কার
তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ষষ্ঠ আসরের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পেল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। শনিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটে আজ প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় আসাদুজ্জামানকে পুরস্কার তুলে দেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আজকের তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। শনিবার (১২ নভেম্বর) বিকালে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট আয়োজিত 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২' প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ষষ্ঠবারের মতো হতে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলার জনপ্রিয় আয়োজন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পর্দা উঠতে যাচ্ছে আজ শনিবার (১২ নভেম্বর)। বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে আজ শনিবার অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
শ্রীলঙ্কান লেখক শিহান করুনাতিলকা তার বই দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’র জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মূলত শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত আলোকচিত্রী ও জুয়াড়ি মালি আলমেইদার জীবনকে উপজীব্য করে লেখা উপন্যাসটি শিহান করুনাতিলকার দ্বিতীয় বই। সোমবার (১৭ অক্টোবর) লন্ডনে ব্রিটিশ কুইন কনসোর্ট ক্যামিলার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৪৭ বছর বয়সী এই লেখক।
বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে '১৯৮১ সালে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশের কয়েক বছর পর একবার এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলেন শেখ হাসিনা বলেন, আমি আপনাদের মেয়ে, বোন বা মা ছাড়া আর কেউ নই, চাইলেই যার কাছে যাওয়া যায়। আমি দূরের কেউ নই। আমি আপনাদের খুব কাছের, আমার নামটা দেখুন-হাসিনা। এই সহজ ও সাদামাটা নামটি আপনারা গ্রামবাংলাজুড়ে অসংখ্য পরিবারে খুঁজে পাবেন- হাসিনা।
নিরাপদ পণ্য উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ ও বিপণন সংশ্লিষ্ট বাংলাদেশের ৮টি প্রতিষ্ঠান আইএসও আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় এ সনদ অর্জন করে প্রতিষ্ঠানগুলো। সোমবার (৮ আগস্ট) রাজধানীর পর্যটন ভবনে প্রতিষ্ঠানগুলোর কাছে এ সনদ তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— সেফ ট্রেডিং করপোরেশন, প্রতিভা ট্রেডিং, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস, বানি’স ক্রিয়েশন, আয়ুর্বেদীয় ফার্মেসি (ঢাকা), চিপ ফুড বিডি ও অলওয়েলস মার্কেটিং। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। ড. মো. মফিজুর রহমান বলেন, চলতি অর্থবছরে আরও ৮টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে আইএসও ২২০০০ সনদ অর্জনে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন।
বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন রাজশাহী নগরীর ওয়াহিদা ইয়াসমিন। ছাদ বাগান ক্যাটাগরিতে (জ শ্রেণি) তৃতীয় পুরস্কার হিসেবে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ পেয়েছেন। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড নগর ভবন শাখার ব্যবস্থাপক। রাজপাড়া থানার চন্ডিপুরের বেতিয়াপাড়ায় ১৬নং বাড়িটি তার। বাড়িটির নাম মিতা ভিলা। ওয়াহিদা ইয়াসমিন জানান, ১৯৯৯ সালে বাড়ির ছাদে ছাদ বাগানের কার্যক্রম শুরু করেন তিনি। বর্তমানে তার ছাদ বাগানে চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রয়েছে দুর্লভ প্রজাতিরও বিভিন্ন গাছ। ওয়াহিদা ইয়াসমিন বলেন, ছাদ বাগান ক্যাটাগরিতে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার অগ্রণী পরিবারের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আমার এই প্রাপ্তিতে গর্বিত। এই পুরস্কার প্রাপ্তি আমাকে অনেক বেশি অণুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এটি অন্যদের জন্যেও অনুপ্রেরণা হতে পারে।
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ 'আন্তর্জাতিক শান্তি পুরস্কার' পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কারটি দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি চিঠি পাঠিয়েছেন। ফাউন্ডেশন সোমবার (১ আগস্ট) জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮-এর দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের কাছে একটি পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং চিঠি হস্তান্তর করেছে।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পদকের জন্য মনোনীত হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৮ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ গৌরবময় অর্জনের জন্য এবং বঙ্গবন্ধু ও তার শান্তি দর্শন : আন্তর্জাতিকীকরণ ও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এবং আইসিডিডিআর,বির বিজ্ঞানভিত্তিক উৎকর্ষের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়। আইসিডিডিআর, বি বাংলাদেশের ১০ জন নারী গবেষককে তাদের স্বাস্থ্য বিষয়ক গবেষণার অনুদান হিসেবে চার লাখ মার্কিন ডলার পুরস্কার দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি ৬৮ লাখ টাকা। মঙ্গলবার (১৪ জুন) আইসিডিডিআর,বি'র সাসাকাওয়া মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশের নারী বিজ্ঞানীদের জন্য মুজিব শতবর্ষ স্বাস্থ্য গবেষণা অনুদান’ পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।যে ১০ জন নারী গবেষক তাদের গবেষণা প্রকল্পের জন্য পুরস্কার পেলেন তারা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডা. মোসাম্মৎ কামরুন নেসা, চট্টগ্রামের বক্ষব্যাধি হাসপাতালের ডা. তানজিলা করিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভার্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের তাহমিনা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াসিফা তাসনিম শাম্মা, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোসাম্মৎ নুরজাহান খাতুন, আইসিডিডিআর,বির ডা. নওশিন পাপড়ি, ডা. শাহরিয়া হাফিজ কাকন, ডা. কামরুন নাহার কলি, ডা. নুরুন নাহার নায়লা ও গুলশান আরা।
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে দ্বিতীয় বারের মতো জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এই জাতীয় পরিবেশ পদকটি রাজশাহীবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়র বলেন, ‘২০১৮ সালের ৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নগরীকে সবুজ, পরিচ্ছন্ন, উন্নত, পরিবেশবান্ধব ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টার ধারাবাহিকতায় নগরবাসীর সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা জাতীয় পরিবেশ পদক-২০২১ লাভ করেছে। আমি এই জাতীয় পরিবেশ পদকটি রাজশাহীবাসীকে উৎসর্গ করলাম'
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামীকাল রোববার (৬ মার্চ) কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেন যুদ্ধ বিষয়ে কথা বলবেন বলে তার মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন। ইব্রাহিম কালিন বলেন, তুরস্ক এই সংকট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুরস্কের প্রস্তাবের পুনরাবৃত্তি করেন। সেইসঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তুরস্ক মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া ১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটেরমাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কারবিতরণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়েরচেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে। বিজয়ীদের হাতেপুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিবসিদ্দিক। আজকের তরুণদের নেওয়া উদ্যোগই বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছেদেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুব সমাজের মেধা ও জ্ঞানেরবিকাশের পাশাপাশি তাদের কাজের স্বীকৃতি দিতে সব সময় পাশে থাকবেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়,যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্নউদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয়তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে উঠল এবারের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
দেশের শিল্প-সাহিত্যের আট গুণী ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২১। শুক্রবার (১৯ নভেম্বর) চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির সচিব হাসানাত লোকমান। এরপর গিটারশিল্পী দিলীপ ঘোষ ও ঐশী ঘোষের পরিবেশনা শুরু হয়। চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শব্দঘর সম্পাদক কথাসাহিত্যিক মোহিত কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চাঁদপুর থেকে এই নামের একটি প্রতিষ্ঠান দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। এবার কথাসাহিত্যে ফারহানা রহমান, কবিতায় শাহেদ কায়েস, লোক-গবেষণায় তপন বাগচী, প্রবন্ধে মিলু শামস, নাটকে এনায়েত উল্যাহ সৈয়দ শিপুল, সমগ্র সাহিত্যকর্মে রহমান হাবিব, শিশুসাহিত্যে অদ্বৈত মারুত ও সংগীতে স্বরূপ রতন দত্তের হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২১।
‘সাহসী সাংবাদিকতার’ স্বীকৃতি হিসেবে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, যাকে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ফ্রি প্রেস আনলিমিটেড মঙ্গলবার এ বছরের 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' ঘোষণা করে। রোজিনা এ পুরস্কার পেয়েছেন 'মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট' শ্রেণিতে। এছাড়া ভারতীয় সাংবাদিক ভাট বুরহান বছরের ‘সেরা নবাগত সাংবাদিক’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন। মুক্ত সাংবাদিকতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে লড়াই করা সাংবাদিকদের প্রতিবছর এ পুরস্কার দেয় ফ্রি প্রেস আনলিমিটেড। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা, যিনি এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন।