সাতক্ষীরা | Ridmik News
সাতক্ষীরা
সাতক্ষীরায় ১ মাস আগে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক
সাতক্ষীরা থেকে অপহরণের এক মাস পর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ভিকটিম দশম শ্রেণীর এক ছাত্রী (১৭) কে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী মুন্না (২৪) কে গ্রেফতার করা হয়েছে।
ভারতে পাচারকালে প্রচুর জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ আটক ২
ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী থেকে বিক্রয় নিষিদ্ধ ৪ লাখ ২০ হাজার পিস সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ ও দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- পশ্চিম কৈখালী গ্রামে সামছুর গাজীর ছেলে ইস্রাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুল ইসলাম বাদল জানান, হাসপাতালে সরকারিভাবে সরবরাহকৃত জন্মনিরোধক সুখী ট্যাবলেট ভারতে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ট্যাবলেটসহ দুই পাচারকারীকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় আটক আসামিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের সদস্য বলে জানান তিনি।
সাতক্ষীরায় তামাক মুক্ত দিবস পালিত
তামাক নয়, খাদ্য ফলান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, উপজেলা প্রকৌশলী শোভন দাস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরায় নিহত ২
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।বুধবার (৩১ মে) উপজেলার শাকদহা ও কাজিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াব হোসেন (৫৮) ও কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল (৪৫)। এছাড়া আহত রাসেল হোসেন কলারোয়ার কলাটুপি গ্রামের বাসিন্দা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,তোয়াব হোসেন তার এক আত্মীয়ের জানাজা নামাজ পড়তে বাগআচড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।অপরদিকে, কলাটুপি গ্রামের নিজ বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিলেন বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল।তিনিও শাকদহা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খান।এতে ঘটনাস্থলেই মাহমুদ কলি মন্ডলের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় হত্যা মামলার আসামি  র‌্যাবের জালে
সাতক্ষীরার ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রোববার (২৮ মে) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার (২৯ মে) সকাল ১১টায় সাংবাদিকদের মেইলে পাঠানো এক প্রেসব্রিফিং এ র‌্যাব-৬ সাতক্ষীরা অফিসের মেজর জিএম গালিব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হাশেম গাজীর (৫৫) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামের বাসিন্দা।প্রেসব্রিফিং এ জানানো হয়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১২ মে রাতে সদর উপজেলার কুকরালি গ্রামের ট্রাক চালক রুহুল আমিন গাজীকে পিটিয়ে জখম করা হয়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাশেম গাজী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। রোববার রাতে তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি সদর থেকে গ্রেফতার করা হয়। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরায় ৩৯৯ বোতল মাদক উদ্ধার, আটক ২
বিশেষ ব্যবস্থায় তৈরী ভ্যান থেকে ৩৯৯ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা। দেবহাটা ও কালিগঞ্জে পৃথক দুটি অভিযানে উক্ত ফেন্সিডিল আটক করা হয়।র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানী কমান্ডার জানান, অদ্য ২৭ মে র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে,সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ পৃথক ২টি অভিযান পরিচালনা করে কালিগঞ্জ থানার মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মোঃ আখের আলী গাজী (৪৭) কে আটক করা হয়। এ সময় আসামীদের মালিকানাধীন ইঞ্জিন চালিত নসিমন এবং ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা যথাক্রমে ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় বন্যপ্রাণী তক্ষকসহ আটক ২
সাতক্ষীরার তালায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত দিবাগত ১ টার সময় উপজেলার দেওয়ানী পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেওয়ানী পাড়া গ্রাম মৃত মোসলেম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৫০) ও রেজাউল বিশ্বাসের ছেলে জিয়াউর বিশ্বাস (২২)।জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় একটি তক্ষকসহ দুইজনকে আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ওই দু’জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য। পৌরসভা সরবরাহকৃত পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরার শহরের নিম্নআয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে নিম্নআয়ের মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না। বক্তারা শহরের নিম্ন আয়ের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান।মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
ভারতে পাচারকালে ৭ স্বর্ণের বার জব্দ
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাতটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হকের নেতৃত্বে বাকাল চেকপোস্টের একটি আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা ওই এলাকায় পৌঁছে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম। যার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরায় ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক
নদী পথে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশে আনার অভিযোগে ৩ জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার (১৭ মে) রাত আড়াইটার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুলের নেতৃত্বে একদল পুলিশ কালিঞ্চী গ্রামে গোলাখালী ঘাট সংলগ্ন নতুন বাজার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় ৪টি গরু।গরুগুলো ভারত থেকে আনা হচ্ছিল বলে পুলিশ জানায়।আটক তিনজন হলেন শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে এবাদুল ইসলাম, শুকদেব গায়েনের ছেলে দেবব্রত গায়েন ও মাসুদ গাজীর ছেলে সাব্বির হোসেন।শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, গোপনে জানতে পেরে ভারতীয় ৪টি গরুসহ ওই তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগরে ১১১ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার।আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী প্রমূখ। অনুষ্ঠানে ১২ ইউনিয়নের ১১১ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ শফিকুল ইসলাম বলেন,এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি। আগে আমাদের পুরো ইউনিয়ন পায়ে হেঁটে কাজ করতে হতো। এখন এক ঘণ্টার কাজ ১০ মিনিটেই করতে পারবো।
ঘূর্ণিঝড় মোখা প্রতিরোধে সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি
সাতক্ষীরা উপকূলে আঘাত হানার আশংকা না থাকলেও ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও জানমালের নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।এজন্য ইতোমধ্যে জেলার ৮৮৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৬৯টি আশ্রয় কেন্দ্র ও ৭১৮ স্কুল-কলেজকে বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।আশ্রয় কেন্দ্রগুলোতে ৪লাখ ৪৩ হাজার ৫০০ মানুষের ধারণা ক্ষমতা রয়েছে।এছাড়া ৪১৬ মেট্রিক টন চাল,১০ লক্ষ ৩৭ হাজার ৫০০ নগদ টাকা ও পাঁচ হাজার সিপিপি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।সেই সাথে সাতক্ষীরা উপকূলের আশাশুনি,শ্যামনগর ও কালিগঞ্জে বেড়িবাধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সংস্কারসহ পযাপ্ত জিও বালুর বস্তা প্রস্তুত করে রাখা হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান,উপজেলা নির্বাহী অফিসারদের ঝড়ের পূর্বেই সংকেত অনুযায়ী মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ দেওয়া হয়েছে।একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ,শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা,দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ নিহত ৪
সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার  সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল।বুধবার (১০ মে) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার( ৯ মে) রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪জনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত। এর মধ্যে মোঃ আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামান (৪৭) সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। এ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাব ও অভিযান চালায়।
ঘূর্ণিঝড় মোখা প্রতিরোধে সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় আগাম প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।সোমবার (৮ মে) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন,সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামন বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, এ বি এম খালিদ সিদ্দিকী,রহিমা খাতুন,ফাতেমা তুজ জোহরা,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত প্রমুখ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,সাতক্ষীরা একটি দুর্যোগ প্রবণ জেলা। এখানকার উপকূল বারবার ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত তাই সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলা প্রশাসনের সব বিভাগকে প্রস্তত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও।ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।এসময় সাতক্ষীরা জেলার দুর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে আলোচনা হয়।