আন্দোলন
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রাজশাহী বিভাগের আট জেলায় মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ ১০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। এতে সড়কপথে রাজধানী ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ফলে সড়ক পথে রাজশাহীর আট জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ গোটাদেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ধর্মঘটের প্রথম দিনেই অচল হয়ে পড়েছে রাজশাহী।
৬ দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা।
ইরানে হিজাবকাণ্ডে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দেশটিতে পুলিশ হেফাজতে মাসা আমিনি নামের এক নারীর মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। এদিকে, ইরানের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও চলছে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্র-পত্রিকায় নানাভাবে মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন।
নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজ বন্ধ করে এ আন্দোলন করছেন তারা। বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। এসব নিয়ে কথা বললে তাদের নানাভাবে নির্যাতনও করা হয়। এ অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ প্রতি মাসে নিয়মিত বেতন দেয়ার দাবি জানান শ্রমিকরা। কোনো অজুহাতে বেতন না কাটাসহ দাবি মানলেই কাজে ফেরার কথা জানান তারা। ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনভর সেখানে ধর্মঘট পালিত হয়। মঙ্গলবার সারাদিনই লাঠিসোটা হাতে সড়কে অবস্থান করে নৈরাজ্য সৃষ্টি করে আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিকদের দ্বারা সৃষ্ট এই নৈরাজ্যের বলি হতে চলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬ জন শিক্ষার্থী। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তারা।
উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর গুলিস্তান এলাকার হকাররা। এসময় তারা অভিযান বিরোধী স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শুরুর পর একজন জরিমানা করা হয়। তখনই হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর সিটি করপোরেশনের অভিযান টিম সেখান থেকে চলে যায়। বিক্ষোভকারীরা বলছেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা নেব না। এই অভিযান বন্ধ করতে হবে। বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি হকারদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করি আপনি সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন। যদি না রাখেন তাহলে আপনাদের কথাও আমরা রাখতে পারব না। আমাদের যদি গায়ের জোরে জায়গা থেকে তুলে দিতে চান, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।
রাজশাহী যাওয়ার টিকেট না পেয়ে রাজধানীর বিমানবন্দর স্টেশনে রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে একদল শিক্ষার্থী। অবরোধের কারণে বুধবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে বিমানবন্দর স্টেশন হয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের সব রেলপথেই ট্রেন চলাচল কার্যত বন্ধ। জানা গেছে, টিকিট না পাওয়ার অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ট্রেনটিকে আটকে রাখা হয়। বিক্ষোভকারীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহে বহু শিক্ষার্থী সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়। কিন্তু কয়েকজনকে টিকেট দেয়ার পর কাউন্টার থেকে বলা হয় টিকিট নাই। অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে।
গাজীপুর সিটির ভোগড়া এলাকায় জিম এন্ড জেসি কম্পোজিট কারখানায় এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা কারখানায় অবস্থান করছেন। রোববার (পহেলা মে) দুপুরে কারখানার ভেতরে অবস্থান নেয়া শ্রমিকরা জানায়, গতকাল শনিবার (৩০ এপ্রিল) এই কারখানায় বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ কাউকে বেতন বোনাস দেয়নি। এরপর থেকে তারা কারখানার ভিতরে অবস্থান নেয়। ঈদের আগে শ্রমিকরা বেতন বোনাস না পেয়ে এখনো বাড়ি যেতে পারেনি। তাই বাধ্য হয়ে কারখানার ভেতরে অবস্থান নিতে হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। বিকেলের মধ্যে শ্রমিকদের পাওনা যাতে পরিশোধ করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।
দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। জানা গেছে, সিএনজিচালক কর্তৃক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা এই অবরোধের ফলে সড়কের দুপাশের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যাতে ছোট যানবাহনগুলোও আটকা পড়েছে। হঠাৎ করে এমন কর্মসূচির ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, বুধবার বিকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্টান্ডে এক যাত্রীকে অটোরিকশা থেকে নামিয়ে বাসে উঠিয়ে নেন এক বাস হেলপার। এ সময় অটোরিকশার চালকরা সেই হেলপারকে মারধর করেন। ঘটনাটি সমাধানের জন্য বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাবলু এগিয়ে আসলে তাকেও মারধর করেন অটোরিকশা চালকরা। এক পর্যায়ে ডাবলুর মাথায় আঘাত করা হয়। কোতয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘শ্রমিকরা একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এরপরও কেন আন্দোলন, সে বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।’
টানা দুই দিন দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ শিক্ষার্থীদের চাঁদাবাজি, কেউবা কমদামে পণ্য কেনা নিয়ে সংঘর্ষ বলে ধারণা করছেন। অনুসন্ধানে জানা গেছে, নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত ওই মার্কেটের দুটি ফাস্টফুডের দোকানের কর্মীদের নিজেদের বিরোধ থেকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে, মার্কেটের চার নম্বর গেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটালের কর্মচারী কাওসারের মধ্যে সন্ধ্যায় কথা কাটাকাটি থেকেই সংঘাতের শুরু। দুটি দোকানের মালিক আপন চাচাতো ভাই। ইফতারের সময় নিউমার্কেটের ভেতরে হাঁটার রাস্তায় টেবিল পেতে বসে ইফতারের ব্যবস্থা করে ফাস্টফুডের দোকানগুলো। মূলত এ বিরোধের সূত্রপাত ওয়েলকাম ফাস্টফুডের দুই কর্মচারীর মধ্যে। বাকবিতণ্ডার একপর্যায়ে কাওসারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাপ্পী ওই জায়গা থেকে চলে যায়। এরপর রাত ১১টার দিকে বাপ্পীর সমর্থক ১০-১২ জন যুবক আসেন নিউ মার্কেটে। এসময় তারা হাতে রামদা নিয়ে আসে। তারা ক্যাপিটাল দোকানটিতে গিয়ে কাওসারের সঙ্গে বিতণ্ডায় জড়ায়।
নাহিদ, পেশায় কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’। কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে দেওয়ানবাড়িতে ছোট্ট একটি ঘরে সংসার পেতেছিলেন ছয় মাস আগে বিয়ে করা নববধূ ডালিয়াকে নিয়ে। প্রতিদিনের মতো মঙ্গলবারও কুরিয়ারের কাজে বের হয়েছিলেন নাহিদ। কে জানত, ওই যাওয়াই তার শেষ যাওয়া হবে! মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন। পরে শুভ নামের এক ব্যক্তি আহত অবস্থায় নাহিদকে ঢামেকে নিয়ে যান। বিকেলে নাহিদের পরিবার খবর পান সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে। ততক্ষণে নাহিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে। রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৬ মাস আগে বিয়ে করে সুখের সংসার পেতেছিলেন নাহিদ। কোনো অপরাধ না করেই প্রাণ গেল তার। শুধু নাহিদের জীবনই নয় পরিবার, নববধূ ডালিয়ার স্বপ্ন ও আহ্লাদ রূপ নিয়েছে বিষাদে। নিহত নাহিদের মামাত ভাই মো. নাজিম জানান, নাহিদের বাবার নাম নাদিম হাসান। তিনি ম্যাটাডোর ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে নাহিদ সবার বড়।
নিউমার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষে অন্তত দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে রোগী নিয়ে যাওয়ার পথে নিউ মার্কেটের সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর শিকার হয়। ব্যবসায়ী ও দোকানের কর্মীরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিল। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। সোমবার দিবাগত রাতের সংঘর্ষের জেরে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে নিউ মার্কেট এলাকায়।
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের কারণে ব্যস্ত এলাকা মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশের এলাকাগুলোতে। মোহাম্মদপুর থেকে ফার্মগেট-কারওয়ান বাজার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই সংঘর্ষের জেরে কোনো কোনো সড়কে আবার গণপরিবহন সংখ্যা কম বলেও জানা গেছে। মানুষজন হেঁটে বা অন্য কোনো উপায়ে গন্থব্যে যাচ্ছেন। এদিকে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে। আর এই চাপ গিয়ে পড়ছে ঢাকার ব্যস্ত অনেক সড়কে। বিজয় সরণি সড়কেও যানজট দেখা গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে বাসের দীর্ঘ লাইন দেখা যায়। একেকটি বাসকে আধা ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়। ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকেও প্রায় একই অবস্থা বিরাজ করছে। একে তো তীব্র গরম, এর ওপর ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকা; চরম অস্থিরতায় হাঁসফাঁস করছে যাত্রী সাধারণ। সকালে রাজধানীর বছিলা থেকে বাইকে করে সাতরাস্তায় অফিসে রওনা হয়েছিলেন মিরাজ বাপ্পি নামে একজন বেসরকারি চাকরিজীবী। ফার্মগেটে হলিক্রস স্কুল সড়কেই তাকে আধাঘণ্টার মতো আটকে থাকতে হয়। তিনি বলেন, অন্যদিন অফিসে যেতে ৩০ থেকে সর্বোচ্চ ৪৫ মিনিট সময় লাগলেও আজ সোয়া দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে এ বিষয়ে ট্রাফিক পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।