জামায়াতে ইসলামী
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুর নেওয়ার সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ছেলেসহ জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আগামী ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না-হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী হাওয়ায় বড় দুই দলেই প্রার্থীর ছড়াছড়ি। জেলার তিনটি আসনে প্রধান প্রধান রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি এবং নিবন্ধন হারানো জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।
রাজধানীর মালিবাগে মৌচাক মার্কেটের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। মঙ্গলবার সকালে সিটিটিসিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলকে খালাস চেয়ে আপিল আবেদন করেছেন। রোববার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানানো হয়েছে। এর আগে গত ২৪ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ও পলাতক রোকনুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতে। একই সঙ্গে জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালাম দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামিদুর রহমান ও আব্দুর রবকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
গোপন বৈঠকের সময় রংপুর মহানগর জামায়াতের আমির-সেক্রেটারীসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। আরপিএমপি’র এসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌণে ৬টায় রংপুর নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকার লোকমান হোসেনের টিনশেড বাসায় অভিযান চালায় পুলিশ। এতে মহানগর জামায়াতের ইসলামীর আমির ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারী শাহানত মিয়াসহ (৪৫) ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরও ১৪-১৫ জন জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।
জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে বুধবার রাতে জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সমাজসেবা সম্পাদক মো. তাইফুল ইসলাম (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), কালাই পৌর জামায়াতের আমির মো. মোজাফফর হোসেন (৪৭)। জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে। কালাই থানার ওসি মো. সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাই উপজেলাপাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফজলু গাজির বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে গোপন বৈঠক থেকে জেলা জামায়াতের আমীর তাহাজ উদ্দিনসহ ১৩ নেতাকে আটক করেছে পুলিশ। মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, আটকদের মধ্যে আটজন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন। আটকরা ফজলু গাজির বাড়ির একটি ঘরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক এবং ওই ঘরে তল্লাশি করে তিনটি হাতবোমাসহ কয়েকটি জিহাদি বই জব্দ করে। এছাড়া তাদের ব্যবহৃত পাঁচটি মোটর সাইকেলও জব্দ করা হয়।” আটকদের থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
হেফাজতে ইসলামের ডাকা আজ রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে ১টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক। তিনি বলেন, আর যদি আমার কোনও ভাইকে হত্যা করা হয়, যদি গুলি চলে, আর যদি কোনও ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করল। এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না, বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না।