খুবি | Ridmik News
খুবি
খুবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার ১৮ জুন (রবিবার) সকাল ১০টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ক্যাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কনজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্যরা অংশ নেন।
খুবিতে ‘রণাঙ্গনে নারী’ শীর্ষক দু'দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সম্মুখে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের সহোযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষর্থীদের আয়োজিত দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর শুরু হয়েছে। দু’দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ও ভূমিকা সম্পর্কিত আলোকচিত্র ও বিভিন্ন প্রমাণ্য চিত্র উপস্থাপন করা হয়েছে।
খুবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার-তাজ
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (কেউসিসি) ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। অর্থনীতি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: তাজুল হোসাইন তাজ সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট গভর্ণিং বডির অন্যান্য পদে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আইসা সিদ্দিকা আখি ও শাহারিয়ার সেলিম ঔশী,ডিরেক্টর অফ গভর্ণর সেগমেন্ট আয়রিন আক্তার নুপুর, ডিরেক্টর অফ আইটি সেগমেন্ট মো: হামিম ইসলাম, ডিরেক্টর অফ ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট হাবিবুর রহমান হাবিব, ডিরেক্টর অফ স্কলার সেগমেন্ট হাসিব আল বান্না। এছাড়া রয়েছেন, ফিন্যান্স সেক্রেটারি সাইফ নেওয়াজ, জয়েন্ট সেক্রেটারি তামান্না রহমান তন্নি, এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি বিজন কুমার রায়, অর্গানাইজিং সেক্রেটারি সায়েদ মুহসিন ইমাম, প্রমোশনাল সেক্রেটারি সৌরভ চক্রবর্তি , পিআর এন্ড কমিউনিকেশন সেক্রেটারি আখিমুন নেছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি কেছিকা সেরেস্থা, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি বর্ণা মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ আহমেদ ফাহিম রুপম।
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয়
শোক দিবস আগামীকাল
আগামীকাল ১৩ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল। সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। আজ রবিবার (০৫ মার্চ) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন। গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের স্থলাভিষিক্ত হন তিনি। খুবির আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক ঐ স্কুলের অধিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান-কে পরবর্তী ০২(দুই) বছর মেয়াদে সমাজিক বিজ্ঞান স্কুলের ডিন এর দায়িত্ব প্রদান করা হয়। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান বর্তমানে একই স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুয়েট-খুবিতে 'বিদেশে উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পা রাখা এদেশের শিক্ষার্থীদের এক উল্লেখযোগ্য অংশ স্বপ্ন দেখেন উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার। কারও স্বপ্ন পড়াশোনার পাশাপাশি সেখানেই উন্নত ক্যারিয়ার গঠন, যার মাধ্যমে সেবা করা যায় বিশ্বমানবতার।
খুবিতে সামাজিক বিজ্ঞান ইস্যুতে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) আজ শেষ হয়েছে। শনিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই সম্মেলনের সমাপ্তি হয়। সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে উল্লেখযোগ্য ছিলো পদ্মা সেতু কিভাবে দেশের এসডিজিতে ভূমিকা রাখতে পারে, করোনাকালীন সাংবাদিকতা, জলবায়ু ও পরিবেশ, করোনাকালীন ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন বিষয়। সম্মেলনে আজকের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, 'সমাজ উন্নয়নে প্রযুক্তির হস্তান্তর এবং সক্ষমতা তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াকে নির্ভরযোগ্য করে সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজ, প্রযুক্তি, শিক্ষা যুগের যে পরিবর্তন তার সাথে নিজেদের খাপ খাওয়াতে হবে। আমরা যেহেতু গ্লোবাল লিডারশিপের কথা বলছি, এক্ষেত্রে গবেষণার বিষয়বস্তু শুধু আঞ্চলিক নয় বরং দেশ ছাপিয়ে বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে। আন্তর্জাতিক রিসার্চ সংস্থার সাথে কোলাবরেশনসহ মাল্টি ডিসিপ্লিনারি কোলাবরেশন বাড়াতে হবে।'
বিজেএসসি খুবি সংসদের নেতৃত্বে সাদমান-মশিউর
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংসদ (২০২৩-২৪) কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদমান সাকিব ও সাধারণ সম্পাদক মনোনীতত হয়েছেন একই ডিসিপ্লিনের শিক্ষার্থী মশিউর রহমান। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওরীন আহমেদ নোভা, সহ সভাপতি আল আরাফ মাহাদী প্রিতম ও সাকিব আকবর দিপ্ত। এছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নিশাত তামান্না মুমু ও আবদুল্লাহ আল লোফাজ। কমিটির অন্যান্য পদসমূহে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ খান ও এস এম মোহাইমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক অভিজিৎ দে, উপ-দপ্তর সম্পাদক লোপা ফেরদৌসী মনি। অর্থ বিষয়ক সম্পাদক মায়মুনা জামান আলভী। প্রচার সম্পাদক হুমায়রা কবির ঝরা, প্রকাশনা সম্পাদক জোবায়দা মহসিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আকিল খান প্রমুখ।
খুবির শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে প্রফেসর ড. এস এম ফিরোজ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শেখ মাহমুদুল হাসান পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শরীফ মোহাম্মদ খান পেয়েছেন ৯৩ ভোট। সহ-সভাপতি পদে প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল এবং প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. শিমুল দাস নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিতরা হলেন- প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি।
খুবিতে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সভা আজ ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা পূরণে সচেষ্ট হওয়ার জন্য দিক নির্দেশনা দেন। সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি
যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টা ৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন। মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুবিতে ৬ষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং সম্মেলন সমাপ্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে দু'দিনব্যাপী ৬ষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ সমাপনী আজ ০৪ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। একইসাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, প্রথম আলোর মোবাইল সাংবাদিকতা বিভাগের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এবং কোর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল হোসাইন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
খুবিতে ষষ্ঠ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্স শুরু কাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আগামী ৩ ও ৪ ডিসেম্বর ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স -২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ৫১ জন অ্যাকাডেমিক, গবেষক, এবং প্রথিতযশা সাংবাদিক উপস্থিত থাকবেন। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য- ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম: মিডিয়া’স সার্চ ফর সল্যুউশন’। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) হলো যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক শিক্ষকদের একটি অলাভজনক সংগঠন। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিজেইএনের নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এবারের সম্মেলনের মূখ্য আলোচ্য বিষয় ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম’। সাংবাদিকতার এই নতুন ধারণাটি নেতিবাচক বিষয়ের ওপর গণমাধ্যমের অতিগুরুত্ব আরোপ করাকে নিরুৎসাহিত করে এবং একইসাথে সমস্যার থেকে সমাধানের দিকে বেশি নজর দেয়।
বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখবে খুবি শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপের বাড়তি উন্মাদনা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের জন্য বড় পর্দা (ডিজিটাল এলইডি স্ক্রিন) স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্বকাপের বাকি ম্যাচগুলো এই স্ক্রিনে উপভোগ করতে পারবেন। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের সামনে এটি স্থাপন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধন করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরিচালকের দপ্তরের সার্বিক সহযোগিতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে এবং বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের (৩য় বর্ষের) শিক্ষার্থীদের উদ্যোগে এ মনিটর স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, বিশ্বকাপ খেলা সবার জন্য উন্মাদনার বিষয়। এক্ষেত্রে কেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাদ থাকবে। তাদের একটা দাবি ছিল। সুযোগটা মিলে গিয়েছে। আমরা সবাই মিলে এখন খেলা উপভোগ করতে পারব।
প্রথম মেধাতালিকার ভর্তি শেষে খুবিতে ৯০৭ আসন ফাঁকা!
গুচ্ছ পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান/স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিতে প্রথম মেধা তালিকা থেকে ২০২ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১২৮, ‘বি’ ইউনিটে ৩৫ এবং ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১১০৯টি। প্রথম মেধা তালিকা থেকে ভর্তির কাগজপত্র জমা দেয়ার নির্ধারিত সময়সীমা ছিল ১২ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকাপর্বে তাদের ভর্তি করা হবে। প্রথম এই মেধা তালিকা থেকে ভর্তির পর খালি আসনের জন্য ভর্তির দ্বিতীয় মেধা তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।