মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | Ridmik News
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাভাবিপ্রবি পরিসংখ্যান বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে ২য় একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সায়েন্স অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার ও স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মহিবুল হোসেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মাভাবিপ্রবি তৃশ্রেক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল নির্বাচিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সাধারক সম্পাদক পদে উপ-নির্বাচনে রেজিস্ট্রার অফিসের পরিবহন শাখার সিনিয়র ড্রাইভার (ভারী) (গ্রেড-১) জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও নির্বাচন কমিশনার মোঃ ইসহাক মিয়া গাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত জাহিদুল ইসলাম ব্যতীত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মাভাবিপ্রবিতে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও রোবো-টেক ভ্যালি যৌথ উদ্যোগে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলায়মান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, বাংলাদেশ সরকারের এ২আই-এর প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করবেন অধ্যাপক প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক। রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩-এ রোবটের কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়: রোবো সকার, লাইন ফলোইং রোবট, প্রজেক্ট শোকেস, আইডিয়া প্রেসেন্টেশন, আইটি কুইজ, জব ফেয়ার ইত্যাদি। রোবো-টেক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মাভাবিপ্রবিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাশ শুরু
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি:/ অনার্স/বিফার্ম) কোর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাশ শুরু হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ পরিদর্শন করে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, তোমাদের শুধু ভাল শিক্ষার্থীই নয় সাথে সাথে ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরা অনেক সৌভাগ্যবান যে অনেকের সাথে ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষকদের পরামর্শে ভালভাবে মনযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের গড়ে তুলতে হবে।
মাভাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বাঁধন, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মাভাবিপ্রবিতে বুদ্ধিজীবী দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয় ও কালো পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোক র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম সাথে ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
মাভাবিপ্রবিতে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকরা জয়ী
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান। খেলার পূর্ণ সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইবেকারে ৪-৪ এর মধ্যেই ব্রাজিল ৩-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। খেলা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শামীম আল মামুন, হাউজ টিউটর সহকারী অধ্যাপক নোমান হাসান ও সহকারী অধ্যাপক আরজু আহমেদ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
মাভাবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে কেক কেটে জন্মদিন উপযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে কেক কাটেন। এর আগে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।