জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) | Ridmik News
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)
বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় জাবির ৭ শিক্ষক-শিক্ষার্থী
বার্ষিক প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকের উপর ভিত্তি করে প্রকাশিত বিশ্ব সেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষক এবং এক শিক্ষার্থী।
নাট্যদিশারী আফসার আহমদের জন্মজয়ন্তী উপলক্ষে জাবিতে দিনব্যাপী আয়োজন
নাট্যদিশারী আফসার আহমদের ৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০:০০ টায় মানিকগঞ্জের জামসায় আফসার আহমদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।   এরপর দুপুর ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সেট ল্যাবে ‘আফসার আহমদ এর নৃগোষ্ঠী নাট্য নিরীক্ষণ : এক জীবনের শিল্প ভ্রমণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অধ্যাপক ড. হারুন অর রশীদ খানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, নাট্য ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, নাট্য গবেষক সুষময় চাকমা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।  এরপর সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সম্মুখস্থলের মৃৎমঞ্চে তথ্যচিত্র প্রদর্শনী করা হবে। প্রদর্শনীতে থাকবে আরিফুল ইসলাম নীল পরিচালিত ‘তুমি উড়াল দিয়েছো’।
চুরি যাওয়া রিক্সা উদ্ধার করলো জাবির নিরাপত্তা শাখা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  জয়বাংলা গেট সংলগ্ন কমিউনিটি মসজিদ থেকে চুরি হওয়া রিক্সা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আশুলিয়ার জিরাবো এলাকা থেকে রিক্সা উদ্ধার করা হয়। জানা যায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট সংলগ্ন কমিউনিটি মসজিদে যোহরের নামাজ পড়তে যান রিক্সা চালক ইদ্রিস আলী। নামাজ শেষে এসে দেখেন তার রিক্সা নেই। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সাথে যোগাযোগ করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে একদিন পর হারিয়ে যাওয়া রিক্সা উদ্ধার করে।  রিক্সা চালক ইদ্রিস আলী বলেন, গতকাল যোহরের নামাজ পর দেখি আমার রিক্সা নেই। বিষয়টি আমি নিরাপত্তা শাখাতে জানায়। পরে তারা আমার রিক্সাটি উদ্ধার করে দেয়।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা রিক্সাটি উদ্ধার করতে সক্ষম হয়েছি । প্রথমে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে  চোরকে শনাক্ত করি। পরে আমরা চোরের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে রিক্সাটি উদ্ধার করি।
জাবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসাইন আকাশ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। গতকাল শনিবার ( ৯ সেপ্টেম্বর) সাবেক ফরিদুন্নবী সুরুজ ও সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা শিমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, অনন্যা রয়,সাকিব ইকবাল শোভন, মারিয়া হাইদার শান্তা, আশরাফুল ইসলাম, আফসিন সুলতানা অ্যামি, মুস্তাহিদুর রহমান, সাইদুজ্জামান সিধু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, শরিফুল ইসলাম ইমন, ফরহাদ হোসেন, ফারিহা তুনজি, মেহেদি হাসান ইমন, ইফতে সাকিব তন্ময়, আসাদুজ্জামান নূর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, সৌমিক সরকার, সাবরিনা সুলতানা সুরতী, মাহফুজ রুহিন,মোঃ মিনহাজ উদ্দিন, সামিউল সাকিব,ফারিয়া হোসাইন লাবন্য, শুভ্রা রায়, মুনতাহা, জাকারিয়া, আশিকুর রহমান।
জাবিতে জন্মাষ্টমী পালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মের শিক্ষার্থীরা কেন্দ্রীয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরে আবারো কেন্দ্রীয় মন্দিরের চত্বরে জমায়েত হয়। বিকেল চারটায় মঙ্গলাচরণ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান মালার সূচনা করা হয়। এরপর সনাতন বিদ্যার্থী সংসদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সামাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাথে কুইজের ও ব্যবস্থা করা হয়। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রী তমাল কান্তি রায় বলেন,সনাতন ধর্ম ও শ্রীমদ্ভগবদগীতার প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাহেন্দ্রক্ষণ শ্রী জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের মতো এবারও সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি।
প্রশ্নফাঁসের অভিযোগে জাবির দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন রসায়ন বিভাগের সিনিয়র সর্টার (গ্রেড-৩) শহিদুল ইসলাম ও সিনিয়র সর্টার (গ্রেড-১) মোহাম্মদ আলী আশ্রাফ। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান। তিনি বলেন, গত রোববার অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ ঘটনায় ইতোপূর্বে গঠিত বিভাগীয় একাডেমিক কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দায়-দায়িত্ব পর্যালোচনাপূর্বক বিস্তারিত প্রতিবেদন প্রদানের জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজকে প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফিলডিসির সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক সামিহা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের বিতর্ক সংগঠন ফিলোসফি ডিবেট ক্লাবের (ফিলডিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মো: ইলিয়াস হোসেনকে সভাপতি এবং সামিহা তাসনিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।রোববার (৩ সেপ্টেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুছ ছাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিতর্ক সংগঠন ফিলোসফি ডিবেটিং ক্লাবের ২০২৩ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট সাময়িক ওয়ার্কিং কমিটি গঠন করা হলো। ফিলডিসির ঐতিহ্য পুনরুদ্ধারে এই কমিটির কার্যাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে কমিটি সংশোধন ও পরিমার্জন করা হতে পারে। নতুন কমিটির অন্যন্য পদে রয়েছেন- সহ-সভাপতি (বিতর্ক) মোসাদ্দেকুর রহমান, সহ-সভাপতি (প্রশাসন) আনিকা তাবাসসুম, সহ-সভাপতি (শিক্ষা) নির্বাচিতা চক্রবর্তী, যুগ্ম সম্পাদক (প্রশাসন) ইফতে সাকিব তন্ময়, যুগ্ম সম্পাদক (শিক্ষা) ফারিয়া আফরিন ঐশী, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজেন রিজন,সহ-সাংগঠনিক সম্পাদক রুবিনা জাহান তিথী।
এক যুগ পর কোয়ার্টার ফাইনালে জাবির পর্দাথবিজ্ঞান বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে  প্রাণীবিদ্যা বিভাগকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পদার্থ বিজ্ঞান বিভাগ।  রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮.৩০টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে প্রাণীবিদ্যা অং একগোল করে নিজ বিভাগকে এগিয়ে নিয়ে যায়।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে পদার্থ বিজ্ঞান বিভাগ। একের পর এক আক্রমণে প্রাণীবিদ্যা বিভাগের রক্ষণ কাপিয়ে তুলেন তারা। অবশেষে তালহার এসিস্টে জয় গোল করে নিজের দলকে সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ গোলে খেলা শেষ হয়। ট্রাইবেকারে ম্যাচ গড়ালে পদার্থবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ গোলকিপার পারভেজ প্রানীবিদ্যার সোহান এর শট ঠেকিয়ে দেন এবং প্রানিবিদ্যার গোল কিপার আরিফ ও পরের শট ফিজিক্স এর সমতায় ফেরানোর নায়ক জয় এর শটটি আটকিয়ে দেয়।পদার্থবিজ্ঞান টিমের হয়ে ট্রাইবেকারে বাকি ৪টি গোল করেন তালহা,হাসিব,ক্যাপ্টেন দুর্জয় এবং সানোয়ার।গতবছর এই প্রানিবিদ্যা বিভাগের কাছে ট্রাইবেকারে হেরেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে পর্দাথবিজ্ঞান বিভাগ।
ছোট বোনকে বাঁচিয়ে ট্রাকের ধাক্কায় আহত জাবি ছাত্রীর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী ফাবিহা আফিফা সৃজনী ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফসাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ রবিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) ছাত্রী ছিলেন।
ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত জাবি শিক্ষার্থী লাইফ সার্পোটে
ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে আহত হয়ে লাইফ সাপোর্টে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম ফাবিহা আফিফা সৃজনী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের(৫০ ব্যাচ) শিক্ষার্থী।  শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকেলে নীলাচল থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে উল্টো পথ থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। এরপর সেখান থেকে উদ্ধার করে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৃজনীর সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকেলবেলায় সৃজনী তার ছোটবোনকে সাথে নিয়ে ৩০০ ফিটে একটু কাজে বের হয় এবং সেখানে সি.এন.জি. থেকে নামার পর পিছন থেকে দ্রুতগামী এক ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুততম সময়ে ছোটবোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন৷ কিন্তু ছোটবোনকে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। উল্টোপথ থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তা হতে ছিটকে যান সৃজনী। এরপর মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসে৷
গলায় ফাঁস দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী কাজী সামিতা আশকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা আমবাগান থেকে সহপাঠীরা তাকে উদ্ধার করেন। পরে সাভারের এনাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ নিহত সমিতা আশকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায় ৷ আশকার সহপাঠীরা জানায়, আশকা আমবাগান এলাকায় দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) চারজন জুনিয়রের সাথে বাসা ভাড়া করে থাকতেন। ঘটনার সময় তার রুমমেটরা কেউই বাসায় ছিলেন না। আশকার বন্ধু শাহরিয়ার জামান তুর্য খুলনা থেকে মোবাইল ফোনে জানালে ঘটনাস্থলে ছুটে যান রুমমেট ও সহপাঠীরা। এরপর রুমের ভেতরে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ৩১ আগস্ট শেষ হয়েছে। বুধবার (২৩ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন। প্রদর্শনীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউডা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৪টি শিল্পকর্ম স্থান পায়।
জাবির জার্নালিজম বিভাগের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ  ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনের বিভাগীয় ৪১৭ নম্বর কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালাটি শেষ হয় পাঁচটায়।
জাবিতে আইবিএ ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:নূরুল আলম ২৩ শে মে বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দক্ষিণে এবং বিজ্ঞান কারখানার উত্তর-মধ্যবর্তী স্থানে আইবিএ-জেইউ ভবনের নির্মাণ কাজের উদ্ভোধন করেন। উদ্ভোধনের সময় তিনি নির্মাণ কাজের সাফল্য কামনা করেন।
জাবির আবাসিক হলে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী অপসারণের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী রাখায় হল প্রশাসনের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় শাখা (ডিইএসসিএফ)।