জবি | Ridmik News
জবি
বিস্ফোরণে দগ্ধ সেই জবি শিক্ষার্থীর মৃত্যু
পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান (২২)। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন। শনিবার ভোর সোয়া ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
জবিতে নতুন তিন বিভাগের অনুমোদন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে তিনটি নতুন বিভাগ অনুমোদন করা হয়েছে। বিভাগ তিনটি হলো- ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিনটি বিভাগের অনুমোদন দেয়।
জবি'র 'ল্যান্ড ল' ক্লাবের নতুন কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'ল্যান্ড ল' ক্লাবের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আরিফুর রহমান শামীম, সাধারণ সম্পাদক-১ পদে রাহাত আমিন ও সাধারণ সম্পাদক-২ পদে শোয়েনা আক্তার মনোনীত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর)  ক্লাবের পরিচালক, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাফেয়া খাতুন কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে সজিব আলীকে সহ-সভাপতি এবং আসাদুল ইসলাম ও তান্বী সাহাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে আবদুল আলিম আরিফ; কমিউনিকেশন মেম্বার হিসেবে অন্তর হোসেন ও তাহসিনা নাইমা খান, মিডিয়া মেম্বার হিসেবে সাদ ইবনে শরীফ প্রধান, হিসেবে কাজী নূর-ই-জান্নাত ও সোহানুর রহমান সানী এবং প্রোগ্রাম মেম্বার হিসেবে মাশরাফ জাহান শাইক, তনিমা আফরিন ও সামী সাদমান সাকিব মনোনীত হয়েছেন।
খেলা দেখার ব্যবস্থা নেই জবিতে, ক্ষোভ শিক্ষার্থীদের
ফুটবল জ্বরে পুড়ছে পুরো বিশ্ব। ফুটবল কে কেন্দ্র করে শহর কিংবা গ্রাম সব খানেই একটা আলদা রূপ নিয়েছে। আলাদা রূপ নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং আবাসিক হল গুলোতে খেলা দেখানোর ব্যাবস্থাও করা হয়েছে।অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দেখা যায় নি প্রশাসনের কোন আয়োজন।আর খেলা দেখানোর ব্যাবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এস.এম. জুলকার বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাই না। আমরা বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন মেসে থাকি।যেখানে কোন টিভির ব্যাবস্থা থাকে না।আর ফুটবল বিশ্বকাপ মানে আলাদা একটা উত্তেজনা। আমরা সবাই মিলে ক্যাম্পাসে খেলা উপভোগ করতে চাই।প্রশাসনের উচিৎ এর ব্যাবস্থা করে দেওয়া।ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানোর মতো আয়োজন নেই। এইটা খুবই হতাশাজনক। আমাদের দাবি দ্রুত একটা ব্যাবস্থা গ্রহণ করা হোক।
ছবি আঁকার উপকরণ পেয়ে শিশুদের উচ্ছ্বাস
শিল্পী তাহেরা চৌধুরীর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পোগোজ ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ছবি আঁকার উপকরণ বিতরণ করেছে শিল্পী কাইয়ুম চৌধুরী ফাউন্ডেশন। রোববার (২০ নভেম্বর) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে স্কুলের ১ম ও ২য় শ্রেণির ৮০ জন শিশুর মাঝে ছবি আঁকার উপকরণ বিতরণ করা হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনির হোসেন শিশুদের হাতে উপকরণগুলো তুলে দেন। উপকরণের মধ্যে ছিল ১ বক্স প্যাস্টেল রং, ১টি ছবি আঁকার খাতা ও শিল্পী কাইয়ুম চৌধুরী ও তাহেরা চৌধুরীর আঁকা ছবির অনুলিপি সম্বলিত ১টি ব্যাগ। স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।
জবি শিক্ষকের স্বর্ণপদক অর্জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর প্রভাষক মোঃ মতিয়ার রহমান স্বর্গীয়া অনিমা রাণী সাহা স্মৃতি স্বর্ণপদক অর্জন করেছেন। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে মোঃ মতিয়ার রহমানকে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এ পদক তুলে দেন। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিএড (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেয়া হয়। ২০১৭ সালের বিএড (সম্মান) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি এই স্বর্ণপদক লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট-এর ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। পদক পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো মতিয়ার রহমান আনন্দ ও উচ্ছাস প্রকাশের পাশাপাশি তার বাবা-মা, ভাই-বোন, সম্মানিত শিক্ষকবৃন্দ, ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই পদক তার বোন নাসরিন আক্তার বিউটি-কে উৎসর্গ করে বলেন, আপুর অকৃত্রিম ভালোবাসা ও সার্বিক সহায়তা ছাড়া আমি কখনোই আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।
আরটিভি 'বাংলার গায়েনে' জবির শান্তা
গান মানুষের মনের কথা বলে। মনের সুখ-দুঃখ, হাসি-কান্না যেন গানের মাধ্যমে নতুন রূপ পায়। গান যেন মানুষের সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে। হাজার বছর আগ থেকেই মানুষ গান গাইছে এখনো গেয়ে যাচ্ছে এবং হয়তো আগামীতেও গেয়ে যাবে। গান যে মানুষের প্রাণ যা মিশে আছে মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ঝালোকাঠির শান্তার কাছে গানই যেন প্রাণ। শান্তা এখন আরটিভির 'বাংলার গায়েন'-এ শীর্ষ ১২তে রয়েছেন। প্রতিযোগিতায় শান্তা রয়েছে এমএমএস পর্যায়ে। আরটিভির 'বাংলার গায়েন'-এ ভোটিং রাউন্ড শুরু হয়েছে। ভোটিং রাউন্ডে শান্তাকে ভোট করতে BG 144 লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে যত খুশি তত। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় 'বাংলার গায়েন'-এ গান পাঠান শান্তা এবং সেখানে সুযোগ পান। দুবার গান পাঠিয়ে দুবারই নির্বাচিত হন তিনি। 'বাংলার গায়েন'-এ শান্তার পাঠানো গান দুটি যথাক্রমে ছিল 'কেমন আছো বন্ধু তুমি' ও 'এক চোখেতে হাসন কান্দে'।
জবির আবৃত্তি সংসদের নেতৃত্বে রকি-রিয়াজুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এহসানুল হক রকি ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম ও কে এম সুজাউদ্দিন ও সদ্য সাবেক সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আনন্যামা নাসূহা নুহিন কমিটির অনুমোদন দেন। কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি পদে সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আলম নূর ও মাঈন আল মুবাশ্বির, সাংগঠনিক সম্পাদক পদে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক পদে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক পদে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক পদে আতিক মেসবাহ লগ্ন, প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক পদে অনামিকা গাইন দায়িত্ব পেয়েছেন।
বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও বিশ্বকে জাগ্রত করে সাংবাদিকরা: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আয়না বা দর্পণ যেভাবে মানুষের চেহারা দেখাতে সাহায্য করে তেমনি সাংবাদিকরা সমাজের চিত্রকে সমাজের সামনে তুলে ধরে। সমাজের সকল ক্ষেত্রগুলোতে সাংবাদিকদের বিচরণ। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও বিশ্বকে জাগ্রত করে রাখে সাংবাদিকরা। বুধবার (১৬ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানের র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমানতালে এগিয়ে যাবে। সাংবাদিকতা বিভাগের উন্নয়নে যা কিছু দরকার সেই কাজগুলো ধারাবাহিকভাবে করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় চেয়ারপারসনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নবান্ন উৎসবে মেতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'নবান্নোৎসব ১৪২৯' উদযাপিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে গ্রামীণ অনুষঙ্গে এ উৎসব হয়। বিভাগের শিক্ষক শিক্ষার্থীরদের উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে বাঁশি, একতারা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান দেখা যায়। এসময় গ্রামীণ পিঠাপুলির মাধ্যমে অনুষ্ঠানে আগতদের বরণ করা হয়। "নবান্নের নতুন ধানে, হাসি ফুটুক সকল প্রানে" এই স্লোগানে নাচ-গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাগত জানানো হয় নবান্নকে। "ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা। "চাঁন্দের আলো লাগে ভালো, চাঁদনী পসর রাইতে" গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থী সৃজনী, স্রাব্দী, বিদিশা, মিশু, নুমং, মুহিত, রুদ্র এবং জান্নাত। পরবর্তীতে গ্রামীণ জনপ্রিয় লোক সংগীত বেদের মেয়ে জোসনা, চুমকি চলেছে একা পথে, চাঁন্দের বাত্তি গানে নৃত্য পরিবেশন করেন মৃদুলা, মুহিত ,সৃজনী, স্রাব্দী, মিশু ও নুমং।
'বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্সের উপর গুরুত্ব দিতে হবে'
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেছেন, প্রায়ই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিদেশে যে কোর্সে পি এইচ ডি অর্জন করেন সে কোর্সটা নিজ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চান অথচ সে কোর্সের বাংলাদেশে কোনো প্রয়োজন আর পর্যাপ্ত কর্মক্ষেত্রই নেই। আমাদের এজন্য শিক্ষার্থীদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে প্রয়োজন হবে এমন কোর্সকে গুরুত্ব দিতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী ৫০ বছরের একটা একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরী করছি যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান সম্পর্কে অবগত হতে পারবো। অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক ইস্কান্দার মির্জা শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ।
জবিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা
গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে। শনিবার (১২ নভেম্বর) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্ব কুমার আচার্য্য। তিনি বলেন, শনিবার বিকাল পর্যন্ত ১২৮৮ জন আবেদন ফি এবং কাগজপত্র জমা দিয়ে তাদের ভর্তি নিশ্চায়ন করেছেন। এছাড়া ভর্তি ফি জমা দিয়েও আরও ১২ জন শিক্ষার্থী সার্টিফিকেটগুলো জমা দেয়নি। কাগজপত্র জমা না দিলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে দেশের প্রথম বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত
'জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশের প্রথম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 'বায়োটেক ক্লাব' এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই অলিম্পিয়াডটি। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০টি স্কুল-কলেজ ও ৩০ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।বায়োজিন কসমেসিউটিক্যাল, ন্যাশনাল ইনিস্টিউট অ্যান্ড বায়োটেকনোলজি ফার্মিং ফর ফিউচার বাংলাদেশ ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই অলিম্পিয়াড। পরবর্তীতে বেলা ১২টায় বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরার সভাপতিত্বে জহির রায়হান মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটার একই ভেন্যুতে ‘পপুলার টক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জবির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ
'মুক্তবুদ্ধির জাদুবলে উদিত হোক যুক্তিস্নাত রাঙ্গা প্রভাত' প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ১৬ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২২। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফাইনাল বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় সর্বমোট ৩২টি দল অংশগ্রহণ করে এবং ৪ রাউন্ড ট্যাব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ ও রানারআপ হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। প্রতিযোগিতায় ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট মঈন খান ও জহির উদ্দিন এবং ডিবেটর অফ দ্য ফাইনাল হয়েছেন মাঈন আল মুবাশ্বির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ ইউনিভার্সিটিকে সার্বিকভাবে শাণিত করতে বিতার্কিকরা মূখ্য ভুমিকা পালন করবে। সুন্দর সমাজ বিনির্মাণে বিতার্কিকরা অবদান রাখবে এই প্রত্যাশা রাখেন।